শেষ আপডেট: 31 July 2023 12:48
দ্য ওয়াল ব্যুরো: ভারতের বাজারে ফের লঞ্চ করল জিওবুক ল্যাপটপ (JioBook laptop)। নেটওয়ার্কিং ও মোবাইলের বাজারে এমনিতেই ছেয়ে রয়েছে মুকেশ আম্বানির রিলায়েন্স জিও (Reliance Jio)। ল্যাপটপের বাজারে এবার নতুন চমক দিল তারা। ৩১ জুলাই জিও যে ভারতে ল্যাপটপ নিয়ে আসতে চলেছে, তা আগেই ঘোষণা করেছিল রিলায়েন্স। সেই ঘোষণা হওয়ার পর থেকেই নতুন ডিভাইস নিয়ে মানুষের মনে উন্মাদনা সৃষ্টি হয়েছিল। সোমবার সেই উন্মাদনার পারদ চড়িয়ে দিয়ে লঞ্চ হল জিও ল্যাপটপ।
২০২২ সালের অক্টোবর মাসে ভারতে প্রথম লঞ্চ করেছিল জিওবুক ল্যাপটপ। সেসময় এই ল্যাপটপ যা ভারতীয়দের মধ্যে বেশ জনপ্রিয় হয়েছিল। তারপর দিন কয়েক আগেই ই-কমার্স সাইট অ্যামাজন জিওবুক ল্যাপটপের একটি টিজার প্রকাশ করেছিল। সেখানে বলা হয়েছিল, ৩১ জুলাই লঞ্চ করবে জিও ল্যাপটপ।
তারপর থেকেই ক্রেতাদের মনে প্রশ্ন জাগে, রিলায়েন্স জিও কি তাদের পুরনো মডেলের নতুন সংস্করণ বাজারে আনছে, নাকি আগের মডেলই অ্যামাজনে বিক্রি শুরু করছে। সোমবার লঞ্চের পর সেইসব প্রশ্নের উত্তর মিলল।
জিও ল্যাপটপ দাম ও ফিচার্সের দিক থেকে একাধিক চমক রেখেছে সাধারণ মানুষদের জন্য। মাত্র ৯৯০ গ্রামের এই ল্যাপটপ সহজেই বহন করা যাবে। ৪জি সাপোর্ট যুক্ত, অক্টা-কোর প্রসেসর থাকছে এই ল্যাপটপে। সেইসঙ্গে এই ল্যাপটপে থাকছে ডুয়াল ব্যান্ড ওয়াইফাই এবং ব্লুটুথের মত সুযোগ সুবিধাগুলোও।
১১.৬ ইঞ্চি এইচডি ডিসপ্লে যুক্ত ল্যাপটপটি লুকের দিক থেকে যথেষ্ট আকর্ষণীয়। আগের তুলনায় এবারের ল্যাপটপের র্যাম ও স্টোরেজ বেশি। নতুন ল্যাপটপে থাকছে ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি ফ্ল্যাশ মেমোরি স্টোরেজ। সেইসঙ্গে ২৫৬ জিবি পর্যন্ত মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুযোগ থাকছে জিও ল্যাপটপে। এছাড়াও ডিজিবক্সে ১০০ জিবি ক্লাউড স্টোরেজও থাকছে যা এক বছর পর্যন্ত বিনামুল্যে ব্যবহার করতেপারবেন গ্রাহকরা।
ভিডিয়ো কলিংয়ের জন্য ল্যাপটপে ২ মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে। 4000 mAh ব্যাটারি ক্যাপাসিটি যুক্ত এই ল্যাপটপ টানা ৮ ঘণ্টা ব্যবহার করা যাবে বলে দাবি করেছে জিও। জানা গেছে, অনলাইনে আগামী ৫ অগস্ট থেকে ই-কমার্স সাইট অ্যামাজনে শুরু হবে এই ল্যাপটপের বিক্রি।
আরও পড়ুন: মোবাইলের পিছনে আলোর খেলা! Tecno Pova-র নতুন মডেল ঘিরে উন্মাদনা