Date : 9th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
হাওড়ার সৌভিককে শোকজ করল টিএমসিপি! পড়ুয়াদের প্যান্ট খুলে যৌনাঙ্গ দেখাতে বাধ্য করার অভিযোগজোয়াও পেদ্রোর জোড়া পাইলড্রাইভারে ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসি, স্বপ্নভঙ্গ ফ্লুমিনেন্সেরট্রাম্পের শুল্কে বাংলাদেশে বিপদে ৮০১ সংস্থা, বেসরকারি কোম্পানির কাঠগড়ায় ইউনুস সরকারদুই পর্দাতেই একসঙ্গে ফিরছেন ঈপ্সিতা মুখোপাধ্যায়, কোথায় দেখা যাবে অভিনেত্রীকে সিজার চেয়েও ফোর্সেপ ডেলিভারি, শিশুর মাথায় চোট, ব্রিটেনে সাসপেন্ড ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক৬৮ বছরেও 'হটি' আলিয়ার মা, ইনস্টাগ্রামে পাতলা কালো পোশাকে ঝড় তুললেন সোনি রাজদানমোদীর গুজরাতে ফের ভাঙল সেতু, মৃত ৯, আহত বহু'গান্ধীবাদী নই, বাল ঠাকরের থেকে শিখেছি', ক্যান্টিন কর্মীকে পিটিয়ে সাফাই শিবসেনা বিধায়কেরঅচল একমাত্র কেরল, স্বাভাবিক ভারত, বিহার বনধে শক্তি প্রদর্শন মহাগাঁটবন্ধনেরসঙ্গে পোষ্য, তাই উইম্বলডনের ক্যাফেতে ঢুকতে পারলেন না নাভ্রাতিলোভা, সমাজমাধ্যমে বিতর্ক

লকডাউন বাড়ার সঙ্গে বাড়ল জিও, এয়ারটেল প্রিপেইড প্লানের ভ্যালিডিটি

দ্য ওয়াল ব্যুরো: দেশজুড়ে চতুর্থ দফার লকডাউন শুরু হয়ে গিয়েছে। প্রথম দফা থেকেই সব টেলিকম সংস্থাই গ্রাহকদের নানা রকম অফার দিয়েছে এই সময়ের কথা মাথায় রেখে। লকডাউনের মধ্যে বহু মানুষ বাড়ি থেকে কাজ করছেন, স্কুল-কলেজের পাঠও হচ্ছে ইন্টারনেটের মাধ্য

লকডাউন বাড়ার সঙ্গে বাড়ল জিও, এয়ারটেল প্রিপেইড প্লানের ভ্যালিডিটি

শেষ আপডেট: 17 May 2020 13:00

দ্য ওয়াল ব্যুরো: দেশজুড়ে চতুর্থ দফার লকডাউন শুরু হয়ে গিয়েছে। প্রথম দফা থেকেই সব টেলিকম সংস্থাই গ্রাহকদের নানা রকম অফার দিয়েছে এই সময়ের কথা মাথায় রেখে। লকডাউনের মধ্যে বহু মানুষ বাড়ি থেকে কাজ করছেন, স্কুল-কলেজের পাঠও হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে। এই পরিস্থিতিতে সব সংস্থাই গ্রাহকদের বেশি করে ডেটা দেওয়ার প্ল্যান এনেছে। এবার চতুর্থ দফার লকডাউন শুরু‌র আগেই রিলায়েন্স জিও এবং এয়ারটেল তেমনই কিছু নতুন সুবিধা নিয়ে এল।

রিলায়েন্স জিও

জিও সম্প্রতি একাধিক 'ওয়ার্ক ফ্রম হোম' রিচার্জ প্ল্যান ‌এনেছে। সেই সঙ্গে নিয়ে আসে তিনটি 'ওয়ার্ক ফ্রম হোম' ভাউচার। এই রিচার্জ ভাউচারগুলির কোনও মেয়াদ ছিল না। জিও বলেছিল, গ্রাহক যে রিচার্জ প্ল্যানে রয়েছেন তার মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত কাজ করবে ভাউচারগুলি। এবার জিও জানিয়ে দিল, প্রতিটি রিচার্জ ভাউচারেরই মেয়াদ হবে ৩০ দিনের। চালু থাকা প্ল্যানের মেয়াদ শেষ হয়ে গেলেও সক্রিয় থাকবে 'ওয়ার্ক ফ্রম হোম' ভাউচার প্ল্যান। জিও যে তিনটি 'ওয়ার্ক ফ্রম হোম' ভাউচার আনে তার দাম ১৫১, ২০১ এবং ২৫১ টাকা। ১৫১ টাকায় মিলবে ৩০ জিবি ডেটা। ২০১ টাকা ও ২৫১ টাকায় মিলবে যথাক্রমে ৪০ জিবি ও ৫০ জিবি ডেটা। এছাড়াও জিও ১১ টাকা, ২১ টাকার সস্তার ভাউচার প্ল্যানও এনেছে।

এয়ারটেল

এয়ারটেলও গ্রাহকদের নতুন সুবিধা দিল। সংস্থার জনপ্রিয় ৯৮ টাকার রিচার্জ প্ল্যানে এতদিন পাওয়া যেত ৬ জিবি ডেটা। সেটা দ্বিগুণ হয়ে গেল। এখন মিলবে ১২ জিবি ডেটা। তবে এর মেয়াদ ২৮ দিনই থাকছে। এছাড়াও এয়ারটেল কিছু প্রিপেইড প্ল্যানের টকটাইম বাড়িয়ে দিয়েছে। ৫০০ টাকার রিচার্জ ভাউচারে আগে মিলত ৪২৩.৭৩ টাকার টকটাইম। সেটা বেড়ে হচ্ছে ৪৮০ টাকা। ১০০০ টাকার রিচার্জ ভাউচারে টকটাইম ৮৪৭.৪৬ টাকা থেকে বেড়ে হয়েছে ৯৬০ টাকা। একই ভাবে ৫,০০০ টাকার ভাউচারে প্ল্যানে টকটাইম মিলবে ৪,৮০০ টাকা। আগে ছিল ৪,২৩৭ টাকা।

ভিডিও স্টোরি