শেষ আপডেট: 18th February 2025 15:49
দ্য ওয়াল ব্যুরো: বাংলায় জঙ্গিদের বাড়বাড়ন্তর জন্য কথায় কথায় মুখ্যমন্ত্রীকে নিশানা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার বিধানসভা থেকে এ ব্যাপারে শুধু কড়া প্রতিক্রিয়া জানানোয় নয়, শুভেন্দুর বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে চিঠি লিখবেন বলেও হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী বলেন, "আমাকে শুনতে হবে যে জম্মু কাশ্মীরের জঙ্গিদের সঙ্গে আমার সম্পর্ক? বাংলাদেশের জঙ্গিদের সঙ্গে থাকি? আমি প্রধানমন্ত্রীকে চিঠি লিখে জানাব, যে যদি টেরোরিস্টদের সঙ্গে আমার কোনও সম্পর্ক প্রমাণ করতে পারেন তাহলে আমি মুখ্যমন্ত্রীর চেয়ার ছেড়ে চলে যাব।"
একই সঙ্গে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে জানিয়ে দেন, "বাংলায় মাফিয়াদের কোনও জায়গা নেই। সন্ত্রাসকারী, দাঙ্গাকারীদের আমরা জায়গা দিই না।" ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী এও বলেন, "না থাকলেও টেরোরিস্টদের সঙ্গে সম্পর্ক আছে বলছেন। এর থেকে মৃত্যু হওয়া ভাল!"
এরপরই ধর্মের নামে রাজনীতি করার অভিযোগে বিজেপিকে আক্রমণ করে বিরোধী দলনেতার উদ্দেশে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "গতকাল বিধানসভার বাইরে কী বলেছেন ? আমি ভিডিও দেখেছি। উনি বলেছেন হিন্দু ধর্মের কথা বলতে গিয়ে নাকি ওনাকে বহিষ্কার করা হয়েছে ? কবে থেকে উনি হিন্দু ধর্মের নেতা হয়ে গেলেন?"
খানিক থেমে জবাবও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, "আপনি কথায় কথায় ধর্মের নামে রাজনীতি করেন। ধর্ম নিয়েই তো করে খাচ্ছেন। মনে রাখবেন, এটা বাংলা বলেই সম্ভব। কারণ, আমরা সকলকে বলার সুযোগ দিই। তা বলে ধর্মের নামে বিভাজন বরদাস্ত করব না।"