শেষ আপডেট: 11th April 2025 16:35
দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতির অভিযোগে এসএসসির ২০১৬ সালের আস্ত প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। পথে নেমেছেন প্রায় ২৬ হাজার চাকরিহারা। এমন পরিস্থিতিতে শুক্রবার পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) জামিন মামলার শুনানি হল না সিবিআইয়ের বিশেষ আদালতে।
আদালত সূত্রের খবর, নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির মামলা থেকে ইতিমধ্যে জামিন পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। তবে সিবিআইয়ের মামলায় এখনও জামিন পাননি তিনি। ওই মামলায় জামিন চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। তবে এদিন সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক অনুপস্থিত থাকায় পার্থর জামিন মামলার শুনানি হয়নি। আগামী ১৭ এপ্রিল ওই মামলার শুনানি হবে। সেদিনই পার্থর জামিনের আর্জি নিয়ে চূড়ান্ত মত জানাতে পারে আদালত।
২০২২ সালের ২৩ জুলাই নাকতলার বাড়ি থেকে পার্থকে গ্রেফতার করেছিল ইডি। তখন থেকেই জেলবন্দি পার্থ। নিয়োগ দুর্নীতি মামলায় পার্থর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়, পলাশীপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্য, কুন্তল ঘোষ-সহ অন্যরা প্রায় সকলেই জামিনে মুক্ত।
এরই মধ্যে পার্থর বিপদ বাড়িয়ে নিয়োগ মামলায় রাজসাক্ষী হয়েছেন তাঁরই জামাই কল্যাণময় ভট্টাচার্য। সম্প্রতি আদালতে তাঁর বয়ানও রেকর্ড করা হয়েছিল। সূত্রের খবর সেখানেই কোটি কোটি টাকার হিসেব দিয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামাই (Son In Law)। অর্থাৎ, নিযোগ মামলায় আরও বিপাকে পার্থ।
এরই মধ্যে সুপ্রিম নির্দেশে প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে। এমন পরিস্থিতিতে নিয়োগ মামলায় অন্যদের মতো পার্থও জামিন পান কিনা, তা নিয়ে সব মহলে কৌতূহল তুঙ্গে।