শেষ আপডেট: 7th March 2025 14:28
দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Corruption Cas) কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে উঠে এল আরও চাঞ্চল্যকর তথ্য। যাতে এই মামলার অন্যতম অভিযুক্ত, বর্তমানে জামিনে মুক্ত সুজয়কৃষ্ণ ভদ্রর (Sujoy Krishna Bhadra) বিড়ম্বনা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
সিবিআই সূত্রের দাবি, চাকরি না পাওয়া প্রার্থীদের মুখ বন্ধ রাখতে এজেন্ট, সাব এজেন্টদের মাধ্যমে তাঁদের সাড়ে তিন কোটি টাকা ফেরৎ দিয়েছিলেন কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র।
আদালতে জমা দেওয়া তথ্যে সিবিআইয়ের তরফে দাবি করা হয়েছে, নিয়োগ দুর্নীতি কাণ্ডে জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর সঙ্গে যে ক'জন ওতপ্রোতভাবে জড়িত ছিলেন কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র তাদেরই অন্যতম।
সূত্রের দাবি, তদন্তের সূত্র ধরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানতে পারে, নিয়োগ মামলা হাইকোর্টে চলে যাওয়ায় চাকরি প্রক্রিয়া স্থগিত হয়ে যায়। এরপরই টাকা দেওয়া চাকরি প্রার্থীদের তরফে এজেন্ট, সাব এজেন্টদের ওপর চাপ তৈরি করা হচ্ছিল। তখনই বেহালার মেন্টনে নিজের কোম্পানির নামে থাকা ৩৭ কাঠা জমি সাড়ে তিন কোটি টাকায় বিক্রি করে দেন কাকু। চাকরি না পাওয়া প্রার্থীদের মুখ বন্ধ রাখতে সুজয়কৃষ্ণ এজেন্ট, সাব এজেন্টজের মাধ্যমে ওই টাকা ফেরত দিয়েছিলেন বলে সিবিআই সূত্রের দাবি। ইতিমধ্যে এ ব্যাপারে কাকুর জমি বিক্রির পাশাপাশি বেশ কিছু চাঞ্চল্যকর নথিও গোয়েন্দাদের হাতে পৌঁছেছে। যা থেকে সুজয়কৃষ্ণকেও চাকরি বিক্রির অন্যতম 'মাথা' হিসেবে দেখছেন তদন্তকারীরা।
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতির তদন্তের সূত্র ধরেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে এসে পৌঁছেছে ৭২.৫৯ মিনিটের একটি অডিও ক্লিপিংস। তাতেই সুজয়কৃষ্ণ ভদ্রর পাশাপাশি শান্তনু ও কুন্তলের কণ্ঠ শোনা গিয়েছে বলে দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। ইতিমধ্যে তিনজনের কণ্ঠস্বরের নমুনা ফরেন্সিক পরীক্ষার জন্য দিল্লিতে পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
সূত্রের দাবি, সম্প্রতি এই অডিও ক্লিপিংসের কথোপকথনের বয়ান আদালতে তুলে ধরেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেখানেই দাবি করা হয়েছে, নিয়োগের আগেই চাকরি বিক্রির ছক কষা হয়েছিল। এমনকী চাকরি বিক্রি করে ১০০ কোটি টাকা তোলার পরিকল্পনাও তৈরি করা হয়। এমনকী কয়েক'শ চাকরি প্রার্থী টাকা দেওয়ার জন্য তৈরি রয়েছে বলে কাকু-সহ তিন তৃণমূল নেতার কথোপকথনে বারে বারে উঠে এসেছে বলেও দাবি।