শেষ আপডেট: 29th February 2024 18:32
দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত অর্পিতা মুখোপাধ্যায়কে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বান্ধবী হিসেবে আদালতে দাবি করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মঙ্গলবার ওই মামলার শুনানিতে আদালতে পার্থর আইনজীবীর দাবি করেছিলেন, অর্পিতা পার্থর বান্ধবী ছিলেন না। তাঁদের মধ্যে কাকা-ভাইঝির মতো সম্পর্ক ছিল!
২০২২ সালের জুলাইয়ে অর্পিতার টালিগঞ্জ ও বেলঘরিয়ার ফ্ল্যাটে হানা দিয়ে নগদ প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার করেন তদন্তকারীরা। বাজেয়াপ্ত করা হয় বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কারও। এবার সেই সব সম্পত্তির দায় অর্পিতার ঘাড়েই ঠেলে দিলেন পার্থ চট্টোপাধ্যায়।
বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে পার্থর আইনজীবী সন্দীপন গঙ্গোপাধ্যায়ের দাবি, "পার্থ চট্টোপাধ্যায় কখনই অর্পিতার সঙ্গে সম্পর্কের কথা অস্বীকার করেননি। একটি ব্যবসায়িক সম্পর্ক থাকতেই পারে। কিন্তু তার মানে এই নয় অর্পিতার থেকে যা উদ্ধার করা হয়েছে তা পার্থর। এটা শুধুমাত্র পার্থকে ফাঁসানোর জন্য করা হয়েছে। যে টাকা ও সোনার গয়না পাওয়া গিয়েছিল তার সঙ্গে পার্থর কোনও সম্পর্ক নেই। সবকিছুর মালিক অর্পিতা মুখোপাধ্যায়। যে কোম্পানির ডিরেক্টর হিসেবে অর্পিতর সঙ্গে পার্থর নাম জড়ানো হযেছে, তাও অসত্য।"
একই সঙ্গে আদালতে পার্থর আইনজীবী আরও বলেন, "অপা কোম্পানি, ৩১ টি এলআইসি পলিসিতে নমিনি, অর্পিতার দত্তক সন্তান নিতে স্বীকৃতি,, শিক্ষা দফতরের একটি ডায়েরি,, শিক্ষা দফতরের একটি খাম এবং অর্পিতাকে চিনি একথা লেখা একটি চিঠি-- এগুলো ছাড়া অর কিছু উদ্ধার হয়নি তদন্তে। যেহেতু পার্থর বিরুদ্ধে কোনও তথ্য প্রমাণ নেই তাই পার্থ চট্টোপাধ্যায়কে এই মামলা থেকে অব্যহতি দেওয়া হোক।"
পাল্টা হিসেবে তদন্তকারী সংস্থা ইডির দাবি, অর্পিতা প্রথম থেকেই জানিয়েছিলেন, প্রাক্তন শিক্ষামন্ত্রীর নির্দেশেই তাঁর দুটি ফ্ল্যাটে ওই বিপুল পরিমাণ টাকা রাখা হয়েছিল।
২০২২ সালের ২৩ জুলাই। ১৯ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর নাকতলার বাড়ি থেকে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যয়কে গ্রেফতার করেছিল ইডি। এরপরই পার্থ ঘনিষ্ঠ বান্ধবীর বাড়ি থেকে উদ্ধার হয় বিপুল নগদ টাকা এবং স্বর্ণালঙ্কার। আলমারি থেকে খাটের তলা, রাশি রাশি ৫০০ টাকার নোটের তাড়া দেখে বাংলা তো বটেই সারা দেশে শোরগোল পড়ে গিয়েছিল।
ইডির আইনজীবী ফিরোজি এডুলজি আদালতকে বলেন, "পার্থ অর্পিতাকে অপরাধ করার জন্য ব্যবহার করেছিল। তাদের সম্পর্ক কী তা আমরা জানি না, তবে নথিগুলি থেকে স্পষ্ট যৌথভাবেই ওরা অপরাধ করেছিল।"