শেষ আপডেট: 21st February 2024 16:59
দ্য ওয়াল ব্যুরো: ২০২২ সালের ২৩ জুলাই। ১৯ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর নাকতলার বাড়ি থেকে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যয়কে গ্রেফতার করেছিল ইডি।
নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের শিক্ষামন্ত্রীকে গ্রেফতারের ঘটনায় সেই সময় হইচই পড়ে গিয়েছিল রাজ্য রাজনীতিতে। পার্থর ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের জোড়া ফ্ল্যাটে মিলেছিল কোটি কোটি টাকা। সেই থেকে প্রেসিডেন্সি জেলে বন্দি রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। তারপর ১৯ মাস অতিক্রান্ত। এখনও শুনানি শুরু হয়নি।
বুধবার এই সংক্রান্ত মামলায় ইডির স্পেশাল ডিরেক্টরের রিপোর্ট তলব করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
এদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে বিচারপতি জানতে চান, "নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় ১ বছর ৭ মাস জেলে রয়েছেন। বিচার প্রক্রিয়া(ট্রায়াল) কবে শুরু হবে?"
২৭ ফেব্রুয়ারি পার্থ চট্টোপাধ্যায় জামিন মামলার পরবর্তী শুনানি হবে। ওই দিন ইডির স্পেশাল ডিরেক্টরকে আদালতে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি।
ইডির পাশাপাশি নিয়োগ মামলার তদন্ত করছে সিবিআইও। সম্প্রতি নিয়োগ মামলায় আদালতে জমা দেওয়া রিপোর্টে পার্থ চট্টোপাধ্যায়কেই দুর্নীতির অন্যতম মাথা হিসেবে উল্লেখ করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
সিবিআইয়ের দাবি, কাকে নিয়োগ করা হবে আর কাকে বাদ দেওয়া হবে সবটাই চলত পরিকল্পনা মাফিক। যাঁরা সঙ্গ দিতেন না তাঁদের পদ থেকে সরিয়ে দেওয়া হত। ২০২০ সালের জানুয়ারি মাসে পার্থর বাড়িতে বৈঠক হয়। সেই বৈঠকে এক আধিকারিককে পদত্যাগ পর্যন্ত করানো হয়েছিল।
তদন্তকারী সংস্থার দাবি, দুর্নীতিতে পুরোপুরি যুক্ত থেকেও পার্থ এমনভাবে অপরাধ করতেন যাতে তার নাম সামনে না আসে।