শেষ আপডেট: 14th January 2025 18:06
দ্য ওয়াল ব্যুরো: মেদিনীপুরে প্রসূতি মৃত্যুর ঘটনায় আরজি কর কাণ্ডের আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা জড়িত থাকতে পারে বলে সোমবারই দাবি করেছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ! এও বলেছিলেন, 'সরকারের বিরুদ্ধে কুৎসা রটানোর চেষ্টা করা হচ্ছে আবার। আন্দোলন করে হয়নি, এবার অন্য কিছু চেষ্টা করা হচ্ছে'।
মঙ্গলবার ফের এ বিষয়ে টুইটে বড় অভিযোগ করেছেন কুণাল। 'বিভ্রান্তি আর নজর ঘোরানোর খেলা বরদাস্ত করবেন না' আর্জি জানিয়ে কুণালের দাবি, 'আশা করি তদন্ত রিপোর্টে ডাক্তারদের কয়েকজনের এই ভয়ানক কীর্তি উঠে আসবে এবং সংশ্লিষ্ট সকলের যথাযথ শাস্তি হবে'।
গত শুক্রবার নিষিদ্ধ স্যালাইনে মৃত্যু হয় মেদিনীপুরের চন্দ্রকোণার এক গৃহবধূর। আশঙ্কাজনক আরও তিনজনকে ইতিমধ্যে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। গঠন করা হয়েছে মেডিক্যাল বোর্ডও। তবে গোটা ঘটনায় রাজ্যজুড়ে তোলপাড় তৈরি হয়েছে। কুণালের অভিযোগ, বিভ্রান্তি আর নজর ঘোরানোর চেষ্টা হচ্ছে।
মেদিনীপুর প্রসূতির মৃত্যু।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) January 14, 2025
বিভ্রান্তি আর নজর ঘোরানোর খেলা বরদাস্ত করবেন না। বাস্তবটা জানুন।
সূত্রের খবর:
1) যে তিনজন সিনিয়র ডাক্তারের ওটি করার কথা ছিল, তাঁরা ছিলেন না। এঁদের মধ্যে একজন বিভিন্ন প্রাইভেট নার্সিংহোমে ওটি করে বেড়ান।
2) অ্যানাসথেসিয়া বিশেষজ্ঞও ছিলেন না। একজন…
এ প্রসঙ্গে টুইটে কুণাল 'আসল ঘটনা'ও তুলে ধরেছেন। টুইটে কুণালের দাবি, "যে তিনজন সিনিয়র ডাক্তারের ওটি করার কথা ছিল, তাঁরা ছিলেন না। এঁদের মধ্যে একজন বিভিন্ন প্রাইভেট নার্সিংহোমে ওটি করে বেড়ান। অ্যানাসথেসিয়া বিশেষজ্ঞও ছিলেন না। একজন ফার্স্ট ইয়ার পিজিটি কাজটা করে। দুজন থার্ড ইয়ার পিজিটি ওটি করে। সাহায্য করে ইন্টার্ন। কাঁচা হাতে অ্যানাসথেসিয়া দেওয়ার সময় থেকেই সমস্যা শুরু। পরে সামলাতে গিয়ে জটিলতা বাড়ে। বেগতিক দেখে এর সিনিয়রকে খবর পাঠানো হয়। ততক্ষণে সব জটিল।'
এরপরই কুণালের দাবি, 'ধামাচাপা দেওয়ার তাড়াহুড়োয় একই সময়ে একই ডাক্তার পাশাপাশি দুই টেবিলে দুটো ওটি দেখিয়ে ফেলেছেন রেকর্ডে। প্রসূতি এরপর যখন অসুস্থ হন, এঁরা তাঁর টিকিটে বিস্তারিত রেকর্ড করেনি। এরপর গোটা কেলেঙ্কারি চাপতে স্যালাইন ও অন্যান্য দিকে নজর ঘুরিয়ে সরকারবিরোধী প্রচার করানো হচ্ছে। স্যালাইনে কোনো ত্রুটি থাকলে প্রমাণিত হোক সেটাও। কিন্তু তা দিয়ে যেন আসল কান্ড আড়াল না করা হয়।'
যদিও নেট নাগরিকদের একাংশ কুণালের এই 'অতি সক্রিয়তা' নিয়ে বড় প্রশ্ন তুলেছেন। তাঁদের মতে, কুণালই মানুষকে বিভ্রান্ত করে আসল ঘটনার দিক থেকে নজর ঘুরিয়ে দিতে চাইছেন।