Date : 15th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
‘সাহায্য চাই’ বলে ফোন, হোটেলে ডেকে ব্ল্যাকমেল! মহারাষ্ট্রে এক মহিলার হানিট্র্যাপে IPS-সহ বহু কর্তা'আরজি করের তদন্তে গাফিলতি বলেই বাড়ছে ধর্ষণের ঘটনা', সিবিআইকে নির্যাতিতার পরিবারখুশির হাওয়া বলিউডে, কন্যাসন্তান এল সিদ্ধার্থ-কিয়ারার ঘরেকে বলবে বয়স ৫১! শরীরে পাতলা বিকিনি, ইতালির সমুদ্রে জলকেলি 'মৎস্যকন্যা' মালাইকারখুব শীঘ্রই আসছে ‘বজরঙ্গী ভাইজান ২’? ইঙ্গিত দিলেন পরিচালক কবির খানকোলাপুরি চপ্পল নিয়ে সমালোচনার মুখে পড়েছিল প্রাডা, এবার মহারাষ্ট্রে এল তাদের টিমস্টান্টে বাজিমাত শাহরুখের! মাথা দিয়ে কাচ ভাঙতেই অনুরাগীরা বলছে, 'এটাই তো কিং ম্যাজিক’ফড়েরা লাভের গুড় খেয়ে যাচ্ছে! আলুর দাম নিয়ে চাষিদের মধ্যে চরম অসন্তোষকাস্টমস চেকিংয়ে আটকানোর পর পাঠচক্রের কাছে হেরে গেল ইস্টবেঙ্গল'মোহনবাগান রত্ন' পাচ্ছেন টুটু বোস, সেরা ফুটবলার আপুইয়া, দেখে নিন তালিকা
Ration Scam

চক্রান্তের তত্ত্বেই অনড় বালু ঘনিষ্ঠ শঙ্কর, বললেন, 'কেউ কেউ আমাকে ফাঁসিয়েছে'

গ্রেফতারের পর থেকে দু'সপ্তাহ অতিক্রান্ত। ষড়যন্ত্রের তত্ত্বেই অনড় রয়েছেন রেশন দুর্নীতিতে ধৃত বনগাঁ পুরসভার প্রাক্তন পুর চেয়ারম্যান শঙ্কর আঢ্য।

চক্রান্তের তত্ত্বেই অনড় বালু ঘনিষ্ঠ শঙ্কর, বললেন, 'কেউ কেউ আমাকে ফাঁসিয়েছে'

শেষ আপডেট: 18 January 2024 10:49


দ্য ওয়াল ব্যুরো: গ্রেফতারের পর থেকে দু'সপ্তাহ অতিক্রান্ত। ষড়যন্ত্রের তত্ত্বেই অনড় রয়েছেন রেশন দুর্নীতিতে ধৃত বনগাঁ পুরসভার প্রাক্তন পুর চেয়ারম্যান শঙ্কর আঢ্য।

আদালতের নির্দেশে বর্তমানে ইডি হেফাজতে রয়েছেন শঙ্কর। বৃহস্পতিবার তাঁকে বি আর সিং হাসপাতালে নিয়ে আসা হয় স্বাস্থ্য পরীক্ষার জন্য। সেই সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ফের বললেন, “কেউ কেউ চক্রান্ত করে আমাকে ফাঁসিয়েছে।”

তবে কে বা কাদের চক্রান্তের শিকার হয়েছেন, এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি তিনি। তাঁর কথায়, "অপেক্ষা করুন। সময় এলেই সবটা জানতে পারবেন।"

রেশন দুর্নীতি কাণ্ডের তদন্তে গত ৫ জানুয়ারি একযোগে উত্তর ২৪ পরগনার দুই জায়গায় হানা দেয় ইডি। সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ শাহজাহান ও বনগাঁতে শঙ্করের বাড়িতে। শাহজাহানকে না পেলেও শঙ্করকে বাড়িতেই পেয়েছিল ইডি। দিনভর জেরা ও তল্লাশি অভিযানের পর রাতে তাঁকে গ্রেফতার করা হয়। 

ইডি সূত্রের দাবি, মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের থেকেই শঙ্করের নাম জানতে পারেন তদন্তকারীরা। সেই সূত্র ধরেই তল্লাশি অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে শঙ্করকে। তদন্তে জানা গেছে, এই শঙ্করের কোম্পানি 'আঢ্য ফোরেক্স প্রাইভেট লিমিটেড'-এর ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছ ২ হাজার ৭০০ কোটি টাকা! যা নিয়ে শোরগোল পড়ে রাজ্য রাজনীতিতে।

এই টাকার সঙ্গে রেশন দুর্নীতির যোগ আছে কিনা তাই খুঁজছেন কেন্দ্রীয় তদন্তকারী অফিসাররা। সম্প্রতি শঙ্করের একাধিক দোকানেও ফের তল্লাশি অভিযান করেছেন তদন্তকারীরা। দু'দফায় তদন্তকারীরা জেরা করেছেন তাঁর মেয়েকে। জেরা করা হয়েছে তাঁর স্ত্রী এবং ভাইয়ের বউকেও। যদিও এ ব্যাপারে শঙ্কর আগেই দাবি করেছিলেন, 'এটা ব্যবসার টাকা। এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই।'


ভিডিও স্টোরি