শেষ আপডেট: 27th October 2024 10:58
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: খালের জলে গড়াগড়ি খাচ্ছে বস্তা বস্তা রেশনের চাল! ঘটনাকে কেন্দ্র করে জোর চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুরের পটাশপুরের শ্রীরামপুর এলাকায়।
কে বা কারা রাতের অন্ধকারে এই চাল ফেলে গেছে বলে মনে করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন গ্রাম পঞ্চায়েত প্রধান পূরবী মাইতি। খবর দেওয়া হয়েছে পুলিশকেও।
প্রধান পূরবীদেবী জানান, "বস্তার গায়ে সরকারি স্ট্যাম্প রয়েছে। ফলে এগুলি যে সরকারি চাল, তাতে কোনও সন্দেহ নেই। কারা এভাবে সরকারি চাল খালে ফেলল, ঘটনার পিছনে কোনও ষড়যন্ত্র রয়েছে কিনা তা তদন্ত হবে।" ভাল চাল আগে থেকে খালে ফেলে দেওয়া হয়েছিল কিনা সেটাও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তিনি।
রবিবার সকালে পটাশপুর এক নম্বর ব্লকের ব্রজলাল গ্রাম পঞ্চায়েত এলাকার শ্রীরামপুর খালের ব্রীজের তলায় এই চাল পড়ে থাকতে দেখেন পথ চলতি মানুষজন। বস্তা বস্তা চাল পড়ে থাকতে দেখে এলাকায় শোরগোল পড়ে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে খালে পড়ে থাকা চালগুলি বাজেয়াপ্ত করে।
এভাবে খাদ্যদ্রব্য নষ্ট করা এবং খালে ফেলে দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ মানুষজন এলাকায় বিক্ষোভ দেখাচ্ছেন। তাঁদের দাবি, দ্রুত দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।
এ ব্যাপারে স্থানীয় বিধায়ক তথা পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক জানিয়েছেন, "বিষয়টি অত্যন্ত নিন্দনীয়। যে বা যারা এই কাণ্ড ঘটিয়েছেন তাদের কেউ ছাড় পাবে না। খাদ্য দফতরের সঙ্গে কথা বলে ঘটনার তদন্ত হবে।"