শেষ আপডেট: 17th December 2024 13:46
দ্য ওয়াল ব্যুরো: ফের ভুয়ো রেশন কার্ড চক্রের হদিশ মালদহে! এবারও অভিযুক্ত রেশন ডিলারই।
কয়েক মাস আগে তৃণমূলের মালদহের এক রেশন ডিলারের বিরুদ্ধে খাদ্যসামগ্রী আত্মসাৎ করার অভিযোগ উঠেছিল। তদন্তে নেমে ওই ডিলারকে সাসপেন্ড করে খাদ্য দফতর। জরিমানা করা হয় ৮ কোটি টাকা। খাদ্য দফতরের বিরুদ্ধে হাইকোর্টে গিয়েছেন ওই ডিলার।
এরই মধ্যে এবার আরও এক রেশন ডিলারের বিরুদ্ধে ভুয়ো রেশন কার্ড বানানোর অভিযোগ উঠল। অভিযুক্ত ডিলারের নাম সইফুদ্দিন আহমেদ। মালদহের কালিয়াচকের বাবুর বোনা এলাকার ঘটনা।
গ্রামবাসীদের অভিযোগ মেনে সম্প্রতি ওই ডিলারের বাড়িতে হানা দিয়ে চার হাজারেরও বেশি ভুয়ো রেশন কার্ড বাজেয়াপ্ত করেছেন খাদ্য দফতরের আধিকারিকরা। গ্রামবাসীদের অভিযোগ, একা রেশন ডিলার নয়, এই ঘটনার সঙ্গে খাদ্য দফতরের একাংশ আধিকারিকও জড়িত। এ ব্যাপারে গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন জেলাশাসক।
বিষয়টিকে কেন্দ্র করে এলাকার রাজনৈতিক মহলেও শোরগোল তৈরি হয়েছে। পরিস্থিতির জন্য শাসকদল তৃণমূলকেই দুষেছে বিজেপি। অন্যদিকে শাসকদলের বক্তব্য, কারও বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে প্রশাসন আইন অনুযায়ী পদক্ষেপ করবে।