শেষ আপডেট: 10 January 2024 16:16
দ্য ওয়াল ব্যুরো: গত শুক্রবার রাতে রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হওয়ার পর থেকেই ষড়যন্ত্রের অভিযোগে সরব বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য। একই অভিযোগ তাঁর স্ত্রী এবং মেয়েরও। বুধবারও সেই দাবিতেই অনড় রইলেন শঙ্কর।
এদিন বিকেলে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে শিয়ালদহ বি আর সিং হাসপাতালে যাওয়ার পথেও তাঁর দাবি, "আমি ষড়যন্ত্রের শিকার।" কীভাবে, কারা তাঁর সঙ্গে ষড়য়ন্ত্র করেছেন, তার ব্যাখ্যা অবশ্য দেননি তিনি। শঙ্কর বলেন, "সেটা তদন্তকারীরা দেখবেন।"
তবে এদিনও জেলবন্দি প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার তত্ত্ব মানতে চাননি বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান। ২০২১-এর বিধানসভা নির্বাচনে বনগাঁয় তৃণমূলের খারাপ ফল হওয়ার পর পুর প্রশাসক পদ থেকে শঙ্করকে সরিয়ে দিয়েছিল তৃণমূল।
পুরনো প্রসঙ্গ টেনে শঙ্করের দাবি, "মন্ত্রী জ্যোতিপ্রিয়র সঙ্গে যদি আমার এতটাই ভাল সম্পর্ক হত, তাহলে উনি আমাকে পদ থেকে সরালেন কেন?"
শঙ্করকে গ্রেফতারের পর তদন্তকারী সংস্থার দাবি, রেশন দুর্নীতিতে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন শঙ্কর। তাঁর মাধ্যমে রেশনের কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়েছে বলেও মনে করছেন তদন্তকারীরা। যদিও এদিন শঙ্কর দাবি করেন, "আমার কোনও চাল কল নেই। আমি কোনও ডিলার নই। আমার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ, সবটাই মিথ্যা।”
বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যানকে গ্রেফতারের পর আদালতে ইডি ডানিয়েছিল, সীমান্তবর্তী এলাকায় বৈদেশিক মুদ্রা এক্সচেঞ্জের একাধিক সংস্থা রয়েছে শঙ্কর আঢ্যর। ওই সংস্থার মাধ্যমে রেশনের কালো টাকা বিদেশে পাচার হয়েছে বলেও আশঙ্কা প্রকাশ করে ইডি।
এ ব্যাপারে জানতে চাওয়া হলে শঙ্করের সাফ কথা, “এটা কোনওদিন হয় না। কারণ রিজার্ভ ব্যাঙ্ক নিজেদের কাজ করে।” তাঁর ব্যবসার সঙ্গে রিজার্ভ ব্যাঙ্কের কী সম্পর্ক তা অবশ্য স্পষ্ট করেননি তিনি।