শেষ আপডেট: 26 March 2023 07:13
দ্য ওয়াল ব্যুরো: ফের কিশোরীকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল পরিচিত এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত যুবকের সঙ্গে আলাপ ছিল কিশোরীর। যুবকের সঙ্গে মেলামেশা করতে বারণ করেছিলেন তাঁর বাবা মা। সেই কথা শুনে যুবকের সঙ্গে দূরত্ব বাড়িয়েছিল কিশোরী। কিন্তু বিপদ এড়ানো গেল না। ওই যুবক শুক্রবার রাতে কিশোরীকে ধর্ষণ (Raped) করে খুন (killed) করেছে বলে অভিযোগ।
ঘটনাটি ঘটেছে কর্নাটকের (Karnataka) রামনগর গ্রামে। কাজ্ঞালিপুরার পুলিশ ধর্ষণের অভিযোগে ১৮ বছরের এক যুবককে গ্রেফতার করেছে। ধৃত যুবকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬, ৩০২ এবং পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবক জি ভেঙ্কটেশ দিনমজুরের কাজ করতেন। তিনি কেনগেরি এলাকার বাসিন্দা।
কিশোরীর বাবা পুলিশকে জানান, শুক্রবার সন্ধ্যায় অভিযুক্ত যুবক তাঁকে ফোন করে জানান যে, তাঁর মেয়ে অসুস্থ হয়ে পড়েছে। শ্বাসকষ্ট হচ্ছে। এ কথা শুনে কিশোরীর বাবা তাকে হাসপাতালে নিয়ে যেতে পরামর্শ দেন। তারপর কিশোরীর মাকে ফোন করে যুবকের কাছে যেতে বলেন। পরে হাসপাতালে যান কিশোরীর বাবাও।
তাঁর আরও অভিযোগ, একাধিক হাসপাতালে ঘুরেছেন কিন্তু মেয়েকে কেউ দেখেননি। শেষে অন্য একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কিশোরীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এরপরই পুলিশে অভিযোগ জানান কিশোরীর বাবা। সেই অভিযোগের ভিত্তিতে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে।
গুপ্তধনের খোঁজ! মাটির তলায় থরে থরে লুকোনো নিজামের আমলের রুপোর মুদ্রা