Date : 9th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
হাওড়ার সৌভিককে শোকজ করল টিএমসিপি! পড়ুয়াদের প্যান্ট খুলে যৌনাঙ্গ দেখাতে বাধ্য করার অভিযোগজোয়াও পেদ্রোর জোড়া পাইলড্রাইভারে ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসি, স্বপ্নভঙ্গ ফ্লুমিনেন্সেরট্রাম্পের শুল্কে বাংলাদেশে বিপদে ৮০১ সংস্থা, বেসরকারি কোম্পানির কাঠগড়ায় ইউনুস সরকারদুই পর্দাতেই একসঙ্গে ফিরছেন ঈপ্সিতা মুখোপাধ্যায়, কোথায় দেখা যাবে অভিনেত্রীকে সিজার চেয়েও ফোর্সেপ ডেলিভারি, শিশুর মাথায় চোট, ব্রিটেনে সাসপেন্ড ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক৬৮ বছরেও 'হটি' আলিয়ার মা, ইনস্টাগ্রামে পাতলা কালো পোশাকে ঝড় তুললেন সোনি রাজদানমোদীর গুজরাতে ফের ভাঙল সেতু, মৃত ৯, আহত বহু'গান্ধীবাদী নই, বাল ঠাকরের থেকে শিখেছি', ক্যান্টিন কর্মীকে পিটিয়ে সাফাই শিবসেনা বিধায়কেরঅচল একমাত্র কেরল, স্বাভাবিক ভারত, বিহার বনধে শক্তি প্রদর্শন মহাগাঁটবন্ধনেরসঙ্গে পোষ্য, তাই উইম্বলডনের ক্যাফেতে ঢুকতে পারলেন না নাভ্রাতিলোভা, সমাজমাধ্যমে বিতর্ক

কর্নাটকে ধর্ষণ করে খুন! গ্রেফতার কিশোরীর পরিচিত এক যুবক

দ্য ওয়াল ব্যুরো: ফের কিশোরীকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল পরিচিত এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত যুবকের সঙ্গে আলাপ ছিল কিশোরীর। যুবকের সঙ্গে মেলামেশা করতে বারণ করেছিলেন তাঁর বাবা মা। সেই কথা শুনে যুবকের সঙ্গে দূরত্ব বাড়িয়েছিল কিশোরী। কিন্তু বি

কর্নাটকে ধর্ষণ করে খুন! গ্রেফতার কিশোরীর পরিচিত এক যুবক

শেষ আপডেট: 26 March 2023 07:13

দ্য ওয়াল ব্যুরো: ফের কিশোরীকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল পরিচিত এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত যুবকের সঙ্গে আলাপ ছিল কিশোরীর। যুবকের সঙ্গে মেলামেশা করতে বারণ করেছিলেন তাঁর বাবা মা। সেই কথা শুনে যুবকের সঙ্গে দূরত্ব বাড়িয়েছিল কিশোরী। কিন্তু বিপদ এড়ানো গেল না। ওই যুবক শুক্রবার রাতে কিশোরীকে ধর্ষণ (Raped) করে খুন (killed) করেছে বলে অভিযোগ।

ঘটনাটি ঘটেছে কর্নাটকের (Karnataka) রামনগর গ্রামে। কাজ্ঞালিপুরার পুলিশ ধর্ষণের অভিযোগে ১৮ বছরের এক যুবককে গ্রেফতার করেছে। ধৃত যুবকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬, ৩০২ এবং পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবক জি ভেঙ্কটেশ দিনমজুরের কাজ করতেন। তিনি কেনগেরি এলাকার বাসিন্দা।

কিশোরীর বাবা পুলিশকে জানান, শুক্রবার সন্ধ্যায় অভিযুক্ত যুবক তাঁকে ফোন করে জানান যে, তাঁর মেয়ে অসুস্থ হয়ে পড়েছে। শ্বাসকষ্ট হচ্ছে। এ কথা শুনে কিশোরীর বাবা তাকে হাসপাতালে নিয়ে যেতে পরামর্শ দেন। তারপর কিশোরীর মাকে ফোন করে যুবকের কাছে যেতে বলেন। পরে হাসপাতালে যান কিশোরীর বাবাও।

তাঁর আরও অভিযোগ, একাধিক হাসপাতালে ঘুরেছেন কিন্তু মেয়েকে কেউ দেখেননি। শেষে অন্য একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কিশোরীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এরপরই পুলিশে অভিযোগ জানান কিশোরীর বাবা। সেই অভিযোগের ভিত্তিতে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে।

গুপ্তধনের খোঁজ! মাটির তলায় থরে থরে লুকোনো নিজামের আমলের রুপোর মুদ্রা


ভিডিও স্টোরি