শেষ আপডেট: 6th October 2024 12:32
দ্য ওয়াল ব্যুরো: ধর্মতলার ধর্নামঞ্চ থেকে জয়নগরের মহিষমারির উদ্দেশে রওনা দিলেন সিনিয়র চিকিৎসকদের একটি দল। দলে রয়েছেন আরজি কর কাণ্ডের অন্যতম প্রতিবাদী মুখ, চিকিৎসক সুবর্ণ গোস্বামী। অন্যদিকে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষম-খুন কাণ্ডের প্রতিবাদে এদিনই জয়নগর থানা ঘেরাওয়ের ডাক দিয়েছে বিজেপি। নেতৃত্বে থাকবেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
এদিকে ২৪ ঘণ্টা পরেও থমথমে জয়নগরের মহিষমারি। টিউশন থেকে বাড়ি ফেরার পথে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুনের অভিযোগকে কেন্দ্র করে শনিবার সকাল থেকে কার্যত রণক্ষেত্রর চেহারা নিয়েছিল এলাকা। ক্ষুব্ধ জনতা পুলিশ ফাঁড়িতে ভাঙচুরের পর আগুনও ধরিয়ে দিয়েছিল।
চিকিৎসক সুবর্ণ গোস্বামী বলেন, এরপর যেখানে অত্যাচার হবে সেখানেই আইনি সহায়তা দিতে তাঁরা পৌঁছে যাবেন। তিনি বলেন, "পুলিশ যদি সঠিক সময়ে তৎপর হত তাহলে ওই বাচ্চা মেয়েটাকে এভাবে নৃশংস খুন হতে হত না।"
বস্তুত, পুলিশি নিষ্ক্রিয়তার এই অভিযোগে শনিবার সকালে তেতে উঠেছিল গ্রাম। ভাঙচুর চালানো হয় ফাঁড়িতে। আগুন ধরিয়ে দেওয়া হয়। এমনকী পুলিশকে ঝাঁটা দিয়েও মারেন গ্রামবাসীরা। সুবর্ণ গোস্বামীর কথায়, "এটা কিন্তু একদিনের ক্ষোভ নয়। দিনের পর দিন জমতে থাকা ক্ষোভের বর্হিপ্রকাশ ঘটেছে মহিশমারিতে।"
এদিন নির্যাতিতার বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করবেন চিকিৎসক দল। অন্যদিকে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে এদিনই জয়নগর থানা ঘেরাওয়ের ডাক দিয়েছে বিজেপি। দুপুরে থানা ঘেরাওয়ের নেতৃৃত্বে থাকবেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।