সেনকোয় ডাকাতির ঘটনায় গিরিডি থেকে পাকড়াও ১- নিজস্ব চিত্র
শেষ আপডেট: 10th June 2024 13:49
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: রানিগঞ্জের সেনকো গোল্ডের শোরুমে ডাকাতির ঘটনায় জড়িত একজনকে গ্রেফতার করল পুলিশ। সারাদিন তল্লাশি চালানোর পরে গভীর রাতে গিরিডির সারিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়। ছিনতাই করা গাড়িটিও আটক করেছে পুলিশ। ডাকাতদলের বাকি সদস্যদের খোঁজে তল্লাশি চলছে। পুলিশ সূত্রে জানাগিয়েছে, ধৃতের নাম সুরজ কুমার সিং। সে বিহারের গোপালগঞ্জ এলাকার বাসিন্দা। সোমবার তাকে আসানসোল আদালতে পেশ করা হয়।
রবিবার দুপুরের বাইকে করে রানিগঞ্জের নেতাজি সুভাষ বোস রোডে সেনকো গোল্ডের শোরুমে হানা দেয় ৭ জনের একটি সশস্ত্র ডাকাত দল। দোকানের কর্মী ও নিরাপত্তা রক্ষীদের আটকে রেখে গয়না লুঠ করে। শ্রীপুর ফাঁড়ির আইসি মেঘনাদ মণ্ডল ডাকাতির খবর পেয়ে একাই ঘটনাস্থলে পৌঁছে যান। শোরুমের বাইরে দাঁড়িয়ে থাকা ডাকাতদের সঙ্গে তাঁর গুলির লড়াই চলতে থাকে। এই সময়ে রানিগঞ্জ থানা ও শ্রীপুর ফাঁড়ি থেকে পুলিশবাহিনীও সেখানে পৌঁছয়। তার আগেই লুঠ করা গয়না নিয়ে বাইকে চড়ে আসানসোলের দিকে পালিয়ে যায় চার ডাকাত। তাদের মধ্যে একজনের পায়ে গুলি লেগেছিল। রাস্তায় ওই চার ডাকাত একটি গাড়ি ছিনতাই করে ঝাড়খণ্ডের দিকে চলে যায়। ধৃত সুরজ তাদের মধ্যেই একজন বলে পুলিশের দাবি।
আসানসোল পুলিশ কমিশনারেট তরফে জানানো হয়েছে, গিরিডি পুলিশকে আগেই ডাকাতির খবর দিয়েছিল রানিগঞ্জ থানা। ডাকাতদের ধরতে সেই মতো তল্লাশিতে নামে গিরিডি পুলিশ। শুরু করে নাকা চেকিং। রাতে ডগ স্কোয়াড নিয়ে অভিযান চালায় সারিয়ার বিভিন্ন জায়গায়। সেই সময়েই সুরজ নামে ওই যুবককে গ্রেফতার করা হয়। তার ডেরা থেকে ছিনতাই করা চার চাকার গাড়িটিও পাওয়া যায়। সঙ্গে লুঠ করা গয়নাও উদ্ধার হয়েছে।
এই বিষয়ে সারিয়া-বাগোদরের এসডিপিও ধনঞ্জয় রাম বলেন, “রানিগঞ্জে একটি গয়নার দোকানে ডাকাতি করার পরে, একটি অপরাধীর দল গিরিডি জেলার দিকে পালিয়ে এসেছিল। সে খবর পেয়েছিলাম। সেই মতো এলাকায় তল্লাশি অভিযান চলছিল। সারিয়া এলাকা থেকে ডাকাতির সঙ্গে জড়িত এক ব্যক্তিকে অস্ত্র ও কিছু গয়না সহ গ্রেফতার করা হয়েছে। ডাকাত দলের বাকি সদস্যদের খুঁজতে তল্লাশি অভিযান চলছে।“