শেষ আপডেট: 11th January 2025 12:58
দ্য ওয়াল ব্যুরো: এবার শাসকদলের মহিলা সংগঠনের উদ্যোগে আয়োজিত বনভোজনের অনুষ্ঠানে বিডিও! ঘটনাকে ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে।
ঘটনাস্থল নদিয়ার রানাঘাট এক নম্বর ব্লক। বনভোজনে 'সাময়িক উপস্থিতি'র কথা স্বীকার করে নিয়েছেন বিডিও নিজেই। রানাঘাট-১ ব্লকের বিডিও জয়দেব মণ্ডল বলেন, "বুঝতে পারিনি ওটা দলের কোনও অনুষ্ঠান ছিল।"
তৃণমূলের মহিলা আঞ্চলিক কমিটির পক্ষ থেকে বুধবার নদিয়ার রানাঘাট ব্লকের আনুলিয়া অঞ্চলে একটি বনভোজনের আয়োজন করা হয়েছিল। ফ্লেক্সে বড় বড় করে লেখা, 'আনুলিয়া অঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বনভোজন অনুষ্ঠান'। সেখানে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়দের ছবিও ছিল।
ভাইরাল ভিডিওয় দেখা যাচ্ছে, তৃণমূলের মহিলা সংগঠনের ওই বনভোজনে উপস্থিত রয়েছেন বিডিও। শাসকদলের তরফে তাঁকে পুস্প স্তবক এবং উত্তরীয় পরিয়ে বরণও করা হয়। ইতিমধ্যে ভাইরাল ওই ভিডিও ঘিরেই শোরগোল তৈরি হয়েছে।
যদিও বিডিওর বক্তব্য, "পঞ্চায়েত সমিতির সভাপতি আর আমি একটা কাজ থেকে ফিরছিলাম। তখনই উনি বলেন, একটা অনুষ্ঠান রয়েছে। দেখা করেই বেরিয়ে যাব। তাই গিয়েছিলাম।" অনুষ্ঠানে কোনও রাজনৈতিক দলের পতাকা ছিল না বলেও দাবি বিডিও-র।
অন্যদিকে ঘটনার দায়ভার স্বীকার করে নিয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি প্রদীপ ঘোষ বলেন, "যেভাবে প্রচার করা হচ্ছে বিষয়টি তা নয়। তাছাড়া ওখানে দলের কোনও পতাকা ছিল না। আমার অনুরোধেই বিডিও গিয়েছিলেন। এর মধ্যে রাজনীতি খোঁজা ঠিক নয়।"
যদিও এই ঘটনা সামনে আসতেই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি। রানাঘাটের বিজেপি সংসদ জগন্নাথ সরকার বলেন, "এই বিডিও-রাই তো শাসকদলের নেতাদের সরকারি অর্থ লুটপাটে সাহায্য করেন। এরা দলদাসে পরিণত হয়েছেন। তাই এই ঘটনা।"
বস্তত, এর আগে শাসকদলের অনুষ্ঠানে বিডিও কিংবা থানায় নেতার জন্মদিন পালনকে ঘিরে বিতর্ক ছড়িয়েছে। এবার বনভোজনের অনুষ্ঠানকে ঘিরে তৈরি হল বিতর্ক।