শেষ আপডেট: 24th March 2024 18:36
দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: সংকীর্তন অনুষ্ঠানে ঢুকতে বাধা পেলেন রানাঘাটের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। এই ঘটনায় তিনি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নদিয়ার চাকদা বিধানসভার ১ নম্বর চাদুরিয়া গ্রাম পঞ্চায়েতের মালোপাড়া মোড়ে রবিবার একটি নাম সংকীর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে আমন্ত্রিত ছিলেন বিজেপির প্রার্থী জগন্নাথ সরকার। অভিযোগ, বাধা দেওয়ায় দুই তৃণমূল কর্মীর সঙ্গে বচসাও বেঁধে যায় তাঁর। ধাক্কাধাক্কি হয়। সেই সময় ওই দুজন এক বিজেপি কর্মীর গলার সোনার চেন ছিনতাই করার নেওয়ার চেষ্টা করে।
তৃণমূলের পাল্টা দাবি, নাম সংকীর্তনে এসে জগন্নাথবাবু রাজনৈতিক প্রচার করার চেষ্টা করছিলেন। তাই তাকে বাধা দেওয়া হয়েছে। চাকদহ ব্লক তৃণমূল সহ সভাপতি সংগ্রাম গুহঠাকুরতা বলেন, "জগন্নাথবাবু অনেকদিন ধরে এলাকার সাংসদ। কিন্তু কোনওদিন তাঁকে এলাকায় দেখা যায় না। নাম সংকীর্তনে এসে প্রচার করতে উঠেছিলেন। তাই তাঁকে বাধা দেওয়া হয়েছে।"
সংগ্রাম গুহঠাকুরতার আরও অভিযোগ, কয়েকদিন আগেই দেওয়াল লিখতে গিয়ে খুন হয়েছে এক বিজেপি কর্মী। তাঁর অসহায় পরিবারকে দেখতে পর্যন্ত আসেননি জগন্নাথবাবু। বরং তৃণমূল সেই পরিবারের পাশে দাঁড়িয়েছে।