রাজীব কুমার।
শেষ আপডেট: 16 July 2024 12:12
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যজুড়ে উৎসবের আবহ। সোমবার ছিল উল্টো রথ। একদিনের ব্যবধানে বুধবার মহরম। উৎসবের আবহে অন্যের অসুবিধা না করে সবাইকে একসঙ্গে ধর্মীয় অনুষ্ঠান পালন করার বার্তা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার।
একইসঙ্গে কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে হাতে আইন না তুলে নেওয়ারও পরামর্শ দিয়েছেন রাজ্য পুলিশের এই শীর্ষ কর্তা। রাজীব কুমার এও জানিয়েছেন, "পুলিশের তরফে সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। কেউ হাতে আইন তুলে নিতে চাইলে কঠোর পদক্ষেপ করা হবে।"
সোমবারই রাজ্য পুলিশের ডিজি পদে ফিরেছেন রাজীব কুমার। লোকসভা ভোটের সময়ে নির্বাচন কমিশনের নির্দেশে আইপিএস অফিসার রাজীব কুমারকে ডিজি পদ থেকে সরাতে বাধ্য হয় রাজ্য সরকার। তবে লোকসভা ভোট মিটলেও রাজ্যের একাধিক আসনে উপ নির্বাচন থাকায় এতদিন ডিজি পদে ফেরানো হয়নি রাজীবকে। ওই দায়িত্ব সামলাচ্ছিলেন সিনিয়র আইপিএস অফিসার সঞ্জয় মুখোপাধ্যায়।
সম্প্রতি রাজ্যে একাধিক গণপিটুনির ঘটনা ঘটেছে। পরিস্থিতির জন্য অনেকে পুলিশি নিষ্ক্রিয়তাকেও দায়ী করেছিলেন। এ ব্যাপারে নবান্নের হুঁশিয়ারির পরও কলকাতা-সহ জেলায় জেলায় একাধিক গণপিটুনির ঘটনা সামনে এসেছিল। এদিন পরোক্ষে সেই প্রসঙ্গও টেনে এনেছেন রাজীব। ডিজি বলেন, "কোথাও কোনও সমস্যা হলে পুলিশকে জানান, হাতে আইন তুলে নেবেন না।"
একই সঙ্গে রথযাত্রা ও মহরম উপলক্ষ্যে রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়ে ডিজি বলেন, "ধর্ম যার যার, উৎসব সবার' এটা মাথায় রেখে সবাই উৎসব পালন করুন। তবে খেয়াল রাখবেন আপনার উৎসবের জন্য যেন অন্যের অসুবিধা না হয়।"
একই সঙ্গে দক্ষিণ ২৪ পরগনায় সুড়ঙ্গের খোঁজ পাওয়া প্রসঙ্গে ডিজি বলেন, "আমরা বিষয়টি দেখছি। এটা নিয়ে অযথা কেউ উত্তেজনা ছড়াবেন না।"
এদিনের সাংবাদিক বৈঠকে ডিজির সঙ্গে উপস্থিত ছিলেন এডিজি আইনশৃঙ্খলা মনোজ ভার্মাA। কুলতলির বিষয়ে তিনি বলেন, "এটা একরকম চিটিং মার্কেট। কতবড় বিষয় সেটা এখনই বলা সম্ভব নয়, আমরা তদন্ত করে দেখছি।"