Date : 9th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
'গান্ধীবাদী নই, বাল ঠাকরের থেকে শিখেছি', ক্যান্টিন কর্মীকে পিটিয়ে সাফাই শিবসেনা বিধায়কেরঅচল একমাত্র কেরল, স্বাভাবিক ভারত, বিহার বনধে শক্তি প্রদর্শন মহাগাঁটবন্ধনেরসঙ্গে পোষ্য, তাই উইম্বলডনের ক্যাফেতে ঢুকতে পারলেন না নাভ্রাতিলোভা, সমাজমাধ্যমে বিতর্কBharat Bandh: বুনিয়াদপুরে পিকেটিংয়ে বাধা, সিপিএম নেতাকে চড় থানার আইসি-র! প্রবল উত্তেজনাপ্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন হাসিনাই, দাবি বিবিসি'র, কী বলছেন আওয়ামী লিগ নেত্রীBharat Bandh: সিপিএমের মিছিল থেকে কুশপুতুল-টায়ার জ্বালানোর সময় অগ্নিকাণ্ড, যাদবপুরে আতঙ্ক‘চারদিন অন্তর দাড়ি রং করার মানে সরে যাওয়ার সময় এসেছে’, অবসর নিয়ে প্রথমবার মুখ খুললেন বিরাটBharat Bandh: পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে আহত বামনেতা সৃজন, চ্যাংদোলা করে তোলা হয় প্রিজন ভ্যানেঅবরোধের জেরে বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে ট্রেন, অফিস টাইমে নাকাল যাত্রীরাবেঙ্গালুরুতে গ্রেফতার আলিয়ার প্রাক্তন সহকারী, তিন বছরে ৭৭ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ
Rajeev Kumar IPS transfer

রাজ্য পুলিশে ও সচিব স্তরে রদবদল নবান্নের, দায়িত্ব কমল রাজীব কুমারের

রাজ্য সরকারের প্রশাসনিক স্তরে গুরুত্বপূর্ণ রদবদল। তথ্যপ্রযুক্তি (আইটি) দফতরের অতিরিক্ত সচিব পদ থেকে অব্যাহতি করা হল আইপিএস অফিসার রাজীব কুমারকে। 

রাজ্য পুলিশে ও সচিব স্তরে রদবদল নবান্নের, দায়িত্ব কমল রাজীব কুমারের

রাজ্য পুলিশে ও সচিব স্তরে রদবদল

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 4 June 2025 01:28

দ্য ওয়াল ব্যুরো: রাজ্য সরকারের প্রশাসনিক স্তরে গুরুত্বপূর্ণ রদবদল। তথ্যপ্রযুক্তি (আইটি) দফতরের অতিরিক্ত সচিব পদ থেকে অব্যাহতি করা হল আইপিএস অফিসার রাজীব কুমারকে। রাজ্যপালের অনুমোদন সাপেক্ষে ওই দায়িত্ব দেওয়া হয়েছে আইএএস অফিসার অনুপকুমার আগরওয়ালের হাতে। তবে রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি পদে আগের মতোই থাকছেন রাজীব।

২০১৯ সালের ডিসেম্বর মাসে রাজ্যের অতিরিক্ত ডিজি (সিআইডি) পদে থাকাকালীন রাজীব কুমারকে হঠাৎ করেই তথ্যপ্রযুক্তি দফতরের অতিরিক্ত সচিবের দায়িত্ব দেওয়া হয়। প্রশাসনিক রীতিনীতি অনুযায়ী, ওই পদ সাধারণত এক জন আইএএস অফিসারের জন্য নির্ধারিত 'ক্যাডার পোস্ট' হিসেবেই স্বীকৃত। ফলে রাজীব কুমারের ওই পদে নিয়োগ স্বাভাবিক ধারার ব্যতিক্রম হিসেবে নজরে আসে প্রশাসনিক মহলে। তৎকালীন পরিস্থিতিতে একে রাজনৈতিক গুরুত্বসম্পন্ন পদক্ষেপ হিসেবেও ব্যাখ্যা করেছিলেন অনেকে।

এতদিন ধরে তথ্যপ্রযুক্তি দফতরের সঙ্গে যুক্ত থেকেছেন রাজীব কুমার, যিনি পশ্চিমবঙ্গ ক্যাডারের ১৯৮৯ ব্যাচের এক অভিজ্ঞ আইপিএস অফিসার। গত বছর ডিসেম্বর মাসে তাঁকে রাজ্য পুলিশের ডিজি পদে নিযুক্ত করা হয়। তবে চলতি বছর লোকসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশন তাঁকে সেই পদ থেকে সরিয়ে দেয়। ভোটপ্রক্রিয়া শেষ হতেই আবার তাঁকে ডিজির দায়িত্বে পুনর্বহাল করে রাজ্য সরকার। সেই দায়িত্বেই আপাতত বহাল থাকছেন তিনি।

এই মুহূর্তে তথ্যপ্রযুক্তি দফতরের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্বভার গ্রহণ করছেন আইএএস অনুপকুমার আগরওয়াল। প্রশাসনে দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন অনুপকুমার নিজেও এক দক্ষ আমলা হিসেবে পরিচিত। তাঁর হাত ধরেই এখন রাজ্যের ডিজিটাল পরিকাঠামো ও তথ্যপ্রযুক্তিনীতির রূপরেখা নতুন করে সাজানো হবে বলেই মনে করছেন প্রশাসনিক মহলের অনেকে।

নবান্নের তরফে প্রকাশিত তালিকা অনুসারে রদবদল হয়েছে রাজ্য পুলিশেও:

  • আইপিএস সঞ্জয় সিং ডিজি হোমগার্ড থেকে ডিজি সাইবার সেলের নতুন দায়িত্ব পেয়েছেন।
  • আইপিএস অজয় মুকুন্দ রানাডে, এডিজি আইজিপি (এ) থেকে এডিজি হোমগার্ডের দায়িত্ব দেওয়া হয়েছে।
  • হরি কিশোর কুসুমাকার  এডিজি সাইবার সেল থেকে এডিজি আইজিপি পোস্টাল সেলের দায়িত্ব পেয়েছেন।
  • আইপিএস দময়ন্তী সেন পেয়েছেন এডিজি আইজিপি পলিসি থেকে এডিজি আইজিপি আর্ম পুলিশের দায়িত্ব।
  • কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে এডিজি এসটিএফ থেকে এডিজি আইজিপি অ্যাডমিনিস্ট্রেশনের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে ।
  •  আইপিএস আনন্দ কুমারকে এডিজি লিগালের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসাবে এডিজি, আইজিপি পলিসির দায়িত্ব দেওয়া হয়েছে
  • আইজিপি-টু সিআইডি শঙ্খশুভ্র চক্রবর্তীকে আইজিপি সাইবার সেলের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

এই রদবদলকে কেউ কেউ দেখছেন এক অভ্যন্তরীণ ভারসাম্য রক্ষার প্রয়াস হিসেবে, আবার কেউ বলছেন, রাজীব কুমারের ওপর সরকারের আস্থা এখনও অটুট থাকলেও, তাঁকে আরও বেশি গুরুত্ব দিয়ে শুধুমাত্র পুলিশ প্রশাসনের শীর্ষ পদেই মনোনিবেশ করতে দিতে চাইছে নবান্ন। তবে সরকারিভাবে এখনও পর্যন্ত এই রদবদলের কোনও কারণ প্রকাশ করা হয়নি। প্রশাসনের শীর্ষকর্তাদের রদবদল নিয়ে নানামহলে কৌতূহল তৈরি হলেও রাজ্য সরকারের তরফে বলা হচ্ছে, এটি রুটিন রদবদল।


ভিডিও স্টোরি