শেষ আপডেট: 29th May 2022 07:36
দ্য ওয়াল ব্যুরো: ২০০৮ সালে প্রথম আইপিএলে (IPL) আসর বসেছিল ভারতে। ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্ট। উত্তেজনা ছিল চরমে। সেই বছর প্রথম আইপিএলের খেতাব জিতেছিল রাজস্থান (Rajasthan Royals)। তারপর… তেরো বছর কেটে আইপিএলের। একবারও ফাইনালে উঠতে পারেনি মরু রাজ্যের এই দল। তিনবার প্লে অফে উঠলেও ফাইনালে ওঠার স্বপ্ন পূরণ হয়নি। তাই আইপিএল খেতাব জেতা অনেক দূরেই ছিল।
তবে ২০২২ সালে সেই সুযোগ আবারও এসেছে। গ্রুপ পর্যায়ে ভাল খেলে দ্বিতীয় দল হিসেবে প্লে অফে খেলে সঞ্জু স্যামসনের দল। কিন্তু কোয়ালিফায়ার ম্যাচে গুজরাতের কাছেই হেরে যায়। তবে সুযোগ ছিল একটা। সেই সুযোগেই বাজিমাত। বেঙ্গালুরুকে হারিয়ে ফাইনালে রাজস্থান (Rajasthan Royals)। ফের একবার আইপিএল জয়ের স্বপ্নে ফুটছে গোটা দল।
এবারের আইপিএলে (IPL 2022) খুবই ব্যালেন্স দল তৈরি করেছিল রাজস্থান। তার ভরেই এগিয়েছে গোটা টুর্নামেন্ট। বাকি শুধু এক ল্যাপ সেটা পেরোতে পারলেই দ্বিতীয়বারের জন্য খেতাব জিতবে রাজস্থান।
নিলামে পুরনো চারজনকে রেখে দিতে পারত রাজস্থানের ফ্রান্সাইজি। তিনজনকে রেখে বাকিদের ছেড়ে দেয়। তাঁদের মধ্যে অবশ্যই উল্লেখযোগ্য নাম জস বাটলার। গোটা টুর্নামেন্টে জাদু দেখিয়েছে তাঁর ব্যাট। সানরাইজ হায়দারাবাদকে ৬১ রানে হারিয়ে আইপিএল অভিযান দুর্দান্ত শুরু করেন সঞ্জু স্যামসনরা। দ্বিতীয় জয় পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন মুম্বইয়ের বিরুদ্ধে। পরের ম্যাচে বেঙ্গালুরুকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক করে রাজস্থান। আর চার নম্বর ম্যাচে লখনউ সুপার জায়ান্টদের হারিয়ে চারে চার করে ফেলে মরু রাজ্যের দলটি।
তবে পঞ্চম ম্যাচে গুজরাতের কাছে ধাক্কা খায় রাজস্থান (Rajasthan Royals)। তারপর ফের জয়ের হ্যাটট্রিক করে রাজস্থান। প্রথমে কলকাতা ও পরে দিল্লির বিরুদ্ধে জয় পায়। আর তার পরের ম্যাচ যেতে বোলারদের সুবাদে। বেঙ্গালুরুকে হারিয়ে ফের জয়ের হ্যাটট্রিক করে রাজস্থান। আট ম্যাচে সাতটা জয়।
কিন্তু সমস্যা শুরু হয় এখান থেকেই। পরের ম্যাচ মুম্বইয়ের বিরুদ্ধে ও কলকাতার বিরুদ্ধে হেরে যায় বাটলাররা। তবে পরের ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে কামব্যাক করলেও দিল্লির বিরুদ্ধে হেরে যায় রাজস্থান। এই নিয়ে টুর্নামেন্টে চারটি হার।
তারপরই প্লে অফে ওঠার লড়াই কঠিন হতে শুরু করে। অন্যান্য দলগুলো ঘুরে দাঁড়ায়। ঘাড়ের কাছে নিশ্বাস ফেলতে থাকে। তবে লখনউয়ের বিরুদ্ধে ২৪ রানের বড় জয় রান রেটে খুবই প্রভাব ফেলে দ্বিতীয় দল হিসেবে প্লে অফে নিজেদের জায়গা পাকা করে রাজস্থান।
কিন্তু কোয়ালিয়াফার ম্যাচে গুজরাতের বিরুদ্ধে হেরে যায়। যা এক বড় ধাক্কা। সেই ধাক্কা সামনে বেঙ্গালুরুর বিরুদ্ধে দ্বিতীয় কোয়ালিয়াফার ম্যাচে ঘুরে দাঁড়ায় তারা। খুলে যায় ফাইনালের দরজা। সামনে এখন গুজরাত। চলতি মরসুমে একটি জয়ও আসেনি গুজরাতের বিরুদ্ধে। সেই প্রতিশোধের আগুনে ফুটছে গোটা দল।
ফাইনালে কারা এগিয়ে? পিচের চরিত্র কেমন, মোতেরার খেতাবি যুদ্ধে হার্দিক, স্যামসনরা