Date : 14th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
পাকিস্তানের গুলিতে ভেঙে পড়েছিল গুজরাতের আর এক মুখ্যমন্ত্রীর বিমান, মৃত্যু হয়েছিল তাঁরও নতুন করে পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলা! ইরানের প্রতিজ্ঞা, 'ইজরায়েলকে ঘুমোতে দেব না'ইউনুস-তারেক বৈঠকের সূত্রধর খলিলুর, বিএনপি যাঁর পদত্যাগ চেয়েছিল, আগের রাতে তৈরি যৌথ বিবৃতি হস্টেলে বিমান ভেঙে পড়ে ডাক্তারি পড়ুয়া সহ ১০ জনের মৃত্যু, আশঙ্কাজনক অনেকেইবিশ্বজুড়ে সব দূতাবাস বন্ধ করল ইজরায়েল! ইরান-সংঘাতের মাঝে মোদীকে ফোন নেতানিয়াহুর কোর্টের অর্ডারের জন্য বহু বেআইনি নির্মাণ ভাঙা যাচ্ছে না, জনতাকে জানাতে 'নয়া কৌশল' মেয়রেরকলকাতার এই শোরুমে পাওয়া যায় কাশ্মীরের ইউনিক সব শাড়িঅভিজিতের মুচমুচে চিকেন রোল, পুরোটাই ডিপ ফ্রায়েডআন্দুলের জমিদারের বাগানবাড়িতে গড়ে ওঠা হাসপাতালের একী দশা!একজন চাকরি ছাড়তেন, অন্যজন শুরু করেছিলেন! অভিশপ্ত বিমানের দুই পাইলটের গল্প ভিন্ন, শেষ এক...
Rain in Bengal

Weather: ভ্যাপসা গরম থেকে মুক্তি! কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস

আবহাওয়া দফতর জানিয়েছে, বর্ষা আরও এগিয়ে আসার মতো পরিস্থিতি এখন যথেষ্ট অনুকূল। আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যেই বেশ কিছু অঞ্চলে বর্ষা ঢুকতে পারে।

Weather: ভ্যাপসা গরম থেকে মুক্তি! কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস

প্রতীকী ছবি

শেষ আপডেট: 17 May 2025 17:53

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে সক্রিয় হচ্ছে বর্ষা। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু (Southwest Monsoon) আগেই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ঢুকেছে। এখন তা ধীরে ধীরে দক্ষিণ বঙ্গোপসাগরের বাকি অংশেও অগ্রসর হচ্ছে। আবহাওয়া দফতর জানিয়েছে, বর্ষা আরও এগিয়ে আসার মতো পরিস্থিতি এখন যথেষ্ট অনুকূল। আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যেই বেশ কিছু অঞ্চলে বর্ষা (Monsoon) ঢুকতে পারে।

এই আবহে আগামী এক সপ্তাহ রাজ্যের উত্তর ও দক্ষিণ, দু’ভাগেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, আর উত্তরবঙ্গের কিছু কিছু জায়গায় ভারী বর্ষণ হতে পারে বলে জানানো হয়েছে।

শনিবার কলকাতা, হাওড়া, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে (Weather Report)। এর সঙ্গে দমকা হাওয়া বইতে পারে ৩০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে।

মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়ায় এই সময়ে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা (Yellow Alert)।

রবিবার, ১৮ মে কলকাতা-সহ নদিয়া, মুর্শিদাবাদ, দুই বর্ধমান, বীরভূম, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণবঙ্গের আরও কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে। সোমবার, ১৯ মে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা অর্থাৎ নদিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বেশি। কলকাতাতেও কোথাও কোথাও বৃষ্টি হতে পারে।

২০ ও ২১ মে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মেঘলা আকাশ ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। আলিপুর জানাচ্ছে ২২ মে কলকাতায় আর বৃষ্টির সম্ভাবনা নেই। এদিন পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদে বেশ ভাল বৃষ্টি হতে পারে। ২৩ মে পর্যন্ত বৃষ্টি চলবে। রাজ্যের প্রায় সব জেলাতেই কোথাও না কোথাও বৃষ্টি হতে পারে।

আজ, শনিবার উত্তরবঙ্গের পাঁচ জেলা, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ৪০ থেকে ৫০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তর দিনাজপুর ও মালদহে কমলা সতর্কতা (Orange Alert) জারি করা হয়েছে। সেখানে আরও বেশি গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে এবং ভারী বৃষ্টি হতে পারে।

রবিবার, উত্তরবঙ্গের কিছু জায়গায় ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হাওয়ার গতিও থাকতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। ১৯ থেকে ২৩ মে পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই প্রতিদিন বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

এদিকে দেশের দক্ষিণ এবং পূর্বাঞ্চলেও বর্ষার প্রভাব দেখা যাচ্ছে। কেরল, তামিলনাড়ু, ওড়িশা, আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে। আগামী সপ্তাহেও এসব রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে বলে জানিয়েছে মৌসম ভবন।


ভিডিও স্টোরি