শেষ আপডেট: 23rd August 2024 09:37
দ্য ওয়াল ব্যুরো: চলতি সপ্তাহে যে বৃষ্টি বহাল থাকবে তা জানিয়েছিল আবহাওয়া দফতর। এবার ইঙ্গিত দেওয়া হল, সপ্তাহের শেষে অর্থাৎ শনিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। দক্ষিণবঙ্গে তো বটেই, উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির আভাস দেওয়া হয়েছে।
এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা বিহার থেকে বাংলার ওপর দিয়ে নিম্নচাপ এলাকা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এদিকে উত্তর বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। এছাড়াও ঘূর্ণাবর্ত রয়েছে ঝাড়খণ্ড এবং উত্তরপ্রদেশে। পাশাপাশি আরও একটি নিম্নচাপ রয়েছে পূর্ব মধ্য আরব সাগরে যেটি গোয়া ও মহারাষ্ট্র উপকূলে অবস্থান করছে। সব মিলিয়ে বৃষ্টির পরিবেশ তৈরি করেছে।
হাওয়া অফিস বলছে, শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হবে বেশ কিছু জেলাতে। সেগুলি হল উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া বাঁকুড়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান। কলকাতা সহ বাকি জেলাতেও রবিবার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের অন্তত পাঁচ জেলাতেও ভারী বৃষ্টি হবে বলে আভাস দেওয়া হয়েছে।
শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮১ থেকে ৯৭ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ২১.৮ মিলিমিটার। শহরে শনিবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে বলে অনুমান আবহাওয়া দফতরের। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।
পশ্চিমবঙ্গ ছাড়া ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরপ্রদেশ, রাজস্থান, ছত্তীসগড়, সিকিম, বিহার, ঝাড়খণ্ড, অরুণাচল প্রদেশ, তেলেঙ্গানায়। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে কর্ণাটক, ওড়িশা, উত্তরাখণ্ড, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, গোয়া, গুজরাত, মধ্যপ্রদেশে।