দ্য ওয়াল ব্যুরো: চৈত্রের শুরুতেই দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহ, তার মাঝেই একপশলা বৃষ্টি নিয়ে এল সাময়িক স্বস্তি। রবিবার সন্ধে থেকেই কলকাতায় মেঘ ডেকে শুরু হয় বৃষ্টি। ঝমঝম না হলেও, টিপটিপ করে ভালই ভেজে মাটি। তবে তার আগে বিকেলেই বাঁকুড়া ও হুগলির কিছু এলাকায় ঝড়বৃষ্টি হয়েছে, কোথাও কোথাও নেমেছে শিলাবৃষ্টিও। ছোট-বড় বরফকণায় ঢেকে গিয়েছে রাস্তাঘাট, যা দেখে অবাক স্থানীয় বাসিন্দারা।
গত কয়েক দিন ধরে তাপমাত্রা ঊর্ধ্বমুখী ছিল দক্ষিণবঙ্গে। বাঁকুড়ায় শনিবার তাপমাত্রা ছুঁয়েছিল ৪০ ডিগ্রি, রবিবারও তীব্র গরমে হাঁসফাঁস করছিলেন মানুষ। তবে বিকেলে আচমকাই কালো মেঘে ঢেকে যায় আকাশ। বাঁকুড়া শহরে বড় ধরনের বৃষ্টি না হলেও বিষ্ণুপুর, জয়পুর ও কোতুলপুরে ঝড়-বৃষ্টি এবং শিলাবৃষ্টি হয়। এর মধ্যে কোতুলপুরে মাত্র কয়েক মিনিটের শিলাবৃষ্টিতেই বরফে ঢেকে যায় পথঘাট। যদিও এখন পর্যন্ত বড় ক্ষয়ক্ষতির কোনও খবর মেলেনি, তবে গরমের দাপট খানিকটা কমেছে।