শেষ আপডেট: 18th December 2024 10:28
দ্য ওয়াল ব্যুরো: আচমকাই গায়েব শীতের আমেজ। আগামী ৪৮ ঘণ্টায় আরও চড়বে পারদ। দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বলে খবর। বুধবার আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে নিম্নচাপ। তার প্রভাবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ছে। তবে চিন্তার কোনও কারণ নেই কয়েকদিন তুলনামূলকভাবে গরম বেশি লাগলেও শীতের পথে নিম্নচাপ যে সমস্যার কারণ হয়ে দাঁড়াবে না, তা পরিষ্কার করে দিয়েছে হাওয়া অফিস।
বুধবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রির আশেপাশে থাকবে। মঙ্গলবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.৩ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.১ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ ৯৪ শতাংশ ও সর্বনিম্ন ৪৭ শতাংশ।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপের সরাসরি প্রভাব বাংলায় না পড়লেও আগামী শুক্রবার ও শনিবার মেঘলা আকাশ ও সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টি হতে পারে। অন্যদিকে সপ্তাহ শেষে হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে উত্তরবঙ্গ। শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পং এলাকাতেই বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে।
বুধবার ভোরে কুয়াশা দাপট দেখালেও দুপুরের পর থেকে আকাশ আংশিক মেঘলা থাকবে। শুক্র ও শনিবার প্রধানত মেঘলা আকাশের সম্ভাবনা। পাশপাশি বঙ্গোপসাগরে নিম্নচাপ পশ্চিম উত্তর-পশ্চিম দিকে এগিয়ে আরও শক্তিশালী হবে। যদিও এই নিম্নচাপের অভিমুখ থাকবে তামিলনাডু উপকূলের দিকে। তবে তার প্রভাবে বুধবার থেকে বঙ্গের বাতাসে ঢুকতে পারে জলীয় বাষ্প।
এছাড়া হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বুধবার ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায়। অন্যদিকে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে, ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলায়। হাওয়া অফিস পিশকার করে দিয়েছে, সপ্তাহের শুরুতে শীতের দাপট কিছুটা কমলেও, শেষে ফের তা ফের জাঁকিয়ে বসবে।