শেষ আপডেট: 4th May 2024 16:33
দ্য ওয়াল ব্যুরো: চৈত্র গেল গরমে। বৈশাখ অর্ধেক পার। বৈশাখের দহনজ্বালায় খাবি খেতে খেতে চাতকের মতো এক পশলা বৃষ্টির অপেক্ষাতেই রয়েছে বঙ্গবাসী। শুধু তারই অপেক্ষা চলছে। বার বার জানান দিয়েও বাংলামুখো হচ্ছে না কালবৈশাখী। তার করাল রোষে মেঘ ছিঁড়ে স্বস্তির বৃষ্টি নেমে বৈশাখের দহনজ্বালা জুড়োবে। তবে এবার তার আসার সময় হয়েছে। আলিপুর হাওয়া অফিস, আবহাওয়ার চরিত্র বিশ্লেষণ করে জানিয়ে দিয়েছে শনিবার থেকেই জলীয় বাষ্পের ভেলায় চেপে তার আগমনের সূচনা হবে। সোমবার কালবৈশাখীর রুদ্ররূপ দেখে স্বস্তি পাবে বাংলা।
রবিবার থেকেই বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায়। তাপপ্রবাহের ইতি হতে চলেছে, এমন পূর্বাভাসই দিয়েছে হাওয়া অফিস। রবিবার থেকে বুধবার অবধি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে গোটা দক্ষিণবঙ্গে। সোমবার কালবৈশাখী এলে বৃষ্টির তেজ বাড়বে। সোম আর মঙ্গলে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। তাপমাত্রা এক ধাক্কায় ৪ থেকে ৫ ডিগ্রি কমে যেতে পারে।
আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ সোমনাথ দত্ত বলছেন, রবিবার অবধি পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহ থাকবে। বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহ চলবে। কলকাতাতেও আর কিছুটা সময় গরম সহ্য করতে হবে। শনিবার অবধি উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থেকবে। তারপর রবিবার থেকে আবহাওয়া বদলাতে থাকবে।
কোথায় কোথায় বৃষ্টি হবে?
উত্তরবঙ্গ
*শনিবার বজ্রবিদ্যুৎসহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার ও আলিপুরদুয়ার জেলাতে। সঙ্গে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে।
* রবিবার দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে ঝড় হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিও হতে পারে পাহাড়ের কয়েকটি জেলায়। সমতলের মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।
* সোমবার থেকে বুধবার উত্তরবঙ্গের আট জেলাতেই ঝড়বৃষ্টি হবে।
দক্ষিণবঙ্গ
*শনিবার সামান্য বৃষ্টি হতে পারে উপকূলে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা ও উত্তর ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে।
*রবিবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। নদিয়া মুর্শিদাবাদ বীরভূম, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
*সোমবার কালবৈশাখীর সতর্কতা দক্ষিণবঙ্গের ৮ জেলায়। বৃষ্টি আরও বাড়বে। ভারী বৃষ্টির পূর্বাভাস মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায়। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতে কালবৈশাখীর সম্ভাবনা আছে।
কলকাতা সহ বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস আবহাওয়াবিদদের।
* মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায়। ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। কলকাতা সহ বাকি জেলাতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড় ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে।
*বুধবার সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা আছে।