শেষ আপডেট: 20th January 2024 08:51
দ্য ওয়াল ব্যুরো: বনগাঁ লোকাল হোক কিংবা বারুইপুর। লোকাল ট্রেনের কামরা জুড়ে হাজারও পোস্টার।
কোনওটায় যৌনক্ষমতা বৃদ্ধির সুড়সুড়ানি, তো কোনওটাই নিমেষে বশীকরণের টোপ কিংবা এক ফোনেই উষ্ণতার ছোঁয়া! রেল যাত্রীদের অনেকের মতে, এই ধরনের পোস্টার আসলে এক ধরনের প্রতারণার টোপ।
তবুও পোস্টারের লেখার ফাঁদে পড়ে অনেকেই এই সব প্রতারণার শিকার হন। তাছাড়া পরিবার নিয়ে রেল যাত্রার সময়ও অস্বস্তিতে পড়তে হয়। সমস্যা সমাধানে এবার কড়া পদক্ষেপ করতে চলেছে পূর্ব ও দক্ষিণ পূর্ব রেল।
রেলের এক কর্তার কথায়, "যাত্রীদের ঠকানোর পাশাপাশি এই ধরনের পোস্টারের ফলে রেলের কামরাও নোংরা হচ্ছে। বার বার সাবধান করার পরও কাজ না হওয়ায় আমরা এবার কড়া পদক্ষেপ করব।"
রেল সূত্রে জানা গেছে, প্রথমে পোস্টারে থাকা নম্বরগুলিতে ফোন করে সংশ্লিষ্ট ব্যক্তি বা সংস্থাকে সাবধান করা হবে। একই সঙ্গে এবার থেকে লোকাল ট্রেনের কামরায় এ ব্যাপারে সচেতনতার প্রচারও চালাবে রেল। রেলের কামরায় কেউ এই ধরনের পোস্টার সাঁটাচ্ছে দেখলে সঙ্গে সঙ্গে হেল্পলাইন নম্বরে ফোন করার অনুরোধ জানানো হবে।
একই সঙ্গে এবার থেকে রেলের কামরায় ছদ্মবেশে যাত্রী সেজে বসে থাকবেন আরপিএফের কর্তারা। উদ্দেশ্য একটাই, এই ধরনের বশীকরণ ব্যবসায়ীদের হাজতবাসের পাকাপাকি ব্যবস্থা করা।
রেলের এমন উদ্যোগের কথা শুনে খুশি রেল নিত্যযাত্রীদের অনেকেই। তাঁদের কথায়, "এই ধরনের পোস্টারের জন্য মাঝেমধ্যেই অস্বস্তিতে পড়তে হয়। বিশেষত, সঙ্গে বয়স্ক বা বাচ্চারা থাকলে। রেল তৎপর হয়েছে শুনেও ভাল লাগছে।"
গুপ্ত রোগ সারাতে এবার রেলের 'গুপ্ত ব্যবস্থা'!