Date : 9th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
Bharat Bandh: বুনিয়াদপুরে পিকেটিংয়ে বাধা, সিপিএম নেতাকে চড় থানার আইসি-র! প্রবল উত্তেজনাপ্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন হাসিনাই, দাবি বিবিসি'র, কী বলছেন আওয়ামী লিগ নেত্রীBharat Bandh: সিপিএমের মিছিল থেকে কুশপুতুল-টায়ার জ্বালানোর সময় অগ্নিকাণ্ড, যাদবপুরে আতঙ্ক‘চারদিন অন্তর দাড়ি রং করার মানে সরে যাওয়ার সময় এসেছে’, অবসর নিয়ে প্রথমবার মুখ খুললেন বিরাটBharat Bandh: পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে আহত বামনেতা সৃজন, চ্যাংদোলা করে তোলা হয় প্রিজন ভ্যানেঅবরোধের জেরে বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে ট্রেন, অফিস টাইমে নাকাল যাত্রীরাবেঙ্গালুরুতে গ্রেফতার আলিয়ার প্রাক্তন সহকারী, তিন বছরে ৭৭ লক্ষ টাকা প্রতারণার অভিযোগএকদিনের বৃষ্টিতেই তলিয়ে গেল ছ'মাসে তৈরি রাস্তা, রাজস্থানে উদ্বোধনের আগেই সড়ক বিপর্যয়এক সপ্তাহ পরও বাড়িতেই ছেলের মরদেহ, দ্বিতীয় ময়নাতদন্ত চেয়ে হাইকোর্টে যাচ্ছে মালদহের পরিবারনিম্নচাপের বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে, একাধিক জেলায় সতর্কতা, জমা জলে ভোগান্তির আশঙ্কা
Local Trains

বাদুরঝোলা হয়েই যাক! লোকাল ট্রেন থেকে ‘ফার্স্ট ক্লাস’ পরিষেবা উঠে গেল

যেভাবে যাত্রী অভাবে লেডিস স্পেশাল থেকে ফার্স্ট ক্লাস পরিষেবা তুলে নিতে হল, তাতে এসি লোকাল ট্রেন চালু হলে তাতেও যাত্রী মিলবে কিনা, তা নিয়ে বিভিন্ন মহলে সংশয় তৈরি হয়েছে।

বাদুরঝোলা হয়েই যাক! লোকাল ট্রেন থেকে ‘ফার্স্ট ক্লাস’ পরিষেবা উঠে গেল

ফাইল ছবি।

শেষ আপডেট: 29 March 2025 08:34

দ্য ওয়াল ব্যুরো: মহিলা যাত্রীদের কথা ভেবে গত বছরের জানুয়ারিতে শিয়ালদহ-রানাঘাট রুটে লেডিস স্পেশাল ট্রেনে ফার্স্ট ক্লাস পরিষেবা (First Class Service, Local Trains) চালু করেছিল রেল কর্তৃপক্ষ (Railways)।

রেলের তরফে জানানো হয়েছিল, লোকাল ট্রেনে পরীক্ষামূলকভাবে একটি কোচ বা বগিতে ফার্স্ট ক্লাস চালু করা হল। যাত্রী বাড়লে আগামী দিনে কোচের সংখ্যাও বাড়ানো হবে।

কিন্তু সেগুড়ে বালি! মোটা কুশন দেওয়া আরামদায়ক আসন, শীততাপ নিয়ন্ত্রিত এই ব্যবস্থা (ফার্স্ট ক্লাস পরিষেবা)নিয়ে যাত্রীদের মধ্যে কোনও আগ্রহ দেখা যায়নি। শুরুর দিকে হাতে গোনা দু'একজন যাত্রীর দেখা মিললেও শেষ এক বছরে প্রায় যাত্রী শূন্য থেকেছে সংশ্লিষ্ট কোচ। যাত্রীর পরিবর্তে রেলের নিরাপত্তা কর্মীদের ওই ফার্স্ট ক্লাসে বসে আরাম করে যেতে দেখা গিয়েছে। যাত্রী অভাবে তাই লোকাল ট্রেন থেকে ফার্স্ট ক্লাস পরিষেবা তুলে দিল রেল।

রেলের এক কর্তা বলেন, "অফিস টাইমে মহিলা যাত্রীদের কথা ভেবে প্রথমে লেডিস স্পেশ্যাল ট্রেন চালু করা হয়েছিল। পরে তাতে ফার্স্ট ক্লাস পরিষেবা চালু করা হয়েছিল। কিন্তু যাত্রীরা যদি বাদরঝোলা হয়েই যেতে চান, তাহলে আমাদের আর কী বলার আছে!"

পরিস্থিতির জন্য অবশ্য রেল কর্তৃপক্ষকেই দুষছেন রেল যাত্রীরা। তাঁদের কথায়, লোকাল ট্রেনে ৫ টাকায় যে পথ যাওয়া যায়, সেই একই পথ যেতে বলে ফার্স্ট ক্লাসে ভাড়া ২৫ টাকা। মাসে একদিন হয়তো অতিরিক্ত টাকা দেওয়া যেতে পারে, কিন্তু যাঁরা নিত্যযাত্রী তাদের পক্ষে এই অতিরিক্ত খরচ বহন করা কঠিন। সেকারণেই যাত্রীরা ওই কামড়া এড়িয়ে চলেছেন।

এদিকে শিয়ালদহ ডিভিশনে আগামী দিনে এসি লোকাল ট্রেন চালুর সিদ্ধান্তও নিয়েছে রেল বোর্ড। কিন্তু যেভাবে যাত্রী অভাবে লেডিস স্পেশাল থেকে ফার্স্ট ক্লাস পরিষেবা তুলে নিতে হল, তাতে এসি লোকাল ট্রেন চালু হলে তাতেও যাত্রী মিলবে কিনা, তা নিয়ে বিভিন্ন মহলে সংশয় তৈরি হয়েছে।


ভিডিও স্টোরি