ফাইল ছবি।
শেষ আপডেট: 29 March 2025 08:34
দ্য ওয়াল ব্যুরো: মহিলা যাত্রীদের কথা ভেবে গত বছরের জানুয়ারিতে শিয়ালদহ-রানাঘাট রুটে লেডিস স্পেশাল ট্রেনে ফার্স্ট ক্লাস পরিষেবা (First Class Service, Local Trains) চালু করেছিল রেল কর্তৃপক্ষ (Railways)।
রেলের তরফে জানানো হয়েছিল, লোকাল ট্রেনে পরীক্ষামূলকভাবে একটি কোচ বা বগিতে ফার্স্ট ক্লাস চালু করা হল। যাত্রী বাড়লে আগামী দিনে কোচের সংখ্যাও বাড়ানো হবে।
কিন্তু সেগুড়ে বালি! মোটা কুশন দেওয়া আরামদায়ক আসন, শীততাপ নিয়ন্ত্রিত এই ব্যবস্থা (ফার্স্ট ক্লাস পরিষেবা)নিয়ে যাত্রীদের মধ্যে কোনও আগ্রহ দেখা যায়নি। শুরুর দিকে হাতে গোনা দু'একজন যাত্রীর দেখা মিললেও শেষ এক বছরে প্রায় যাত্রী শূন্য থেকেছে সংশ্লিষ্ট কোচ। যাত্রীর পরিবর্তে রেলের নিরাপত্তা কর্মীদের ওই ফার্স্ট ক্লাসে বসে আরাম করে যেতে দেখা গিয়েছে। যাত্রী অভাবে তাই লোকাল ট্রেন থেকে ফার্স্ট ক্লাস পরিষেবা তুলে দিল রেল।
রেলের এক কর্তা বলেন, "অফিস টাইমে মহিলা যাত্রীদের কথা ভেবে প্রথমে লেডিস স্পেশ্যাল ট্রেন চালু করা হয়েছিল। পরে তাতে ফার্স্ট ক্লাস পরিষেবা চালু করা হয়েছিল। কিন্তু যাত্রীরা যদি বাদরঝোলা হয়েই যেতে চান, তাহলে আমাদের আর কী বলার আছে!"
পরিস্থিতির জন্য অবশ্য রেল কর্তৃপক্ষকেই দুষছেন রেল যাত্রীরা। তাঁদের কথায়, লোকাল ট্রেনে ৫ টাকায় যে পথ যাওয়া যায়, সেই একই পথ যেতে বলে ফার্স্ট ক্লাসে ভাড়া ২৫ টাকা। মাসে একদিন হয়তো অতিরিক্ত টাকা দেওয়া যেতে পারে, কিন্তু যাঁরা নিত্যযাত্রী তাদের পক্ষে এই অতিরিক্ত খরচ বহন করা কঠিন। সেকারণেই যাত্রীরা ওই কামড়া এড়িয়ে চলেছেন।
এদিকে শিয়ালদহ ডিভিশনে আগামী দিনে এসি লোকাল ট্রেন চালুর সিদ্ধান্তও নিয়েছে রেল বোর্ড। কিন্তু যেভাবে যাত্রী অভাবে লেডিস স্পেশাল থেকে ফার্স্ট ক্লাস পরিষেবা তুলে নিতে হল, তাতে এসি লোকাল ট্রেন চালু হলে তাতেও যাত্রী মিলবে কিনা, তা নিয়ে বিভিন্ন মহলে সংশয় তৈরি হয়েছে।