শেষ আপডেট: 2nd November 2024 16:15
দ্য ওয়াল ব্যুরো: নিত্যদিন লেডিস কামরা, এমনকী লেডিস স্পেশ্যালে উঠে পড়েন কিছু পুরুষ। মহিলা যাত্রীদের সঙ্গে দুর্বব্যহার করেন বলে অভিযোগ। এবার এ বিষয়ে কড়া পদক্ষেপ করল রেল।
গত একমাসে হাওড়া, শিয়ালদহ, মালদহ এবং আসানসোল অভিযান চালিয়ে লেডিস কামরায় ওঠার অভিযোগে ১৪১৩ জনকে গ্রেফতার করেছে রেল পুলিশ।
শনিবার এক বিবৃতিতে পূর্ব রেলের সিপিআরও কৌশিক মিত্র বলেন, "কিছু পুরুষ যাত্রী ইচ্ছে করে মহিলা কোচে ওঠেন। বারণ করা সত্ত্বেও শোনেন না। বাধ্য হয়ে রেলকে অভিযান চালাতে হচ্ছে।"
রেল সূত্রে জানা গিয়েছে, গত এক মাসে অভিযান চালিয়ে হাওড়া থেকে ২৬২ জন, শিয়ালদহ থেকে ৫৭৫ জন, মালদহতে ১৭৬ জন, আসানসোলে প্রায় ৪০০ জনকে গ্রেফতার করা হয়েছে।
এদিন ভিডিও বার্তায় রীতিমতো আক্ষেপের সুরে রেলকর্তা কৌশিক মিত্র বলেন, আগে তুলনায় ট্রেনের সংখ্যা বেড়েছে, "ট্রেনের কোচের কোচ বেড়েছে। তবু কিছু পুরুষ যাত্রী ইচ্ছাকৃতভাবে মহিলা কোচে উঠে পড়েন। এদের শায়েস্তা করতেই নিয়মিত অভিযান চালানো হচ্ছে।"
এ ব্যাপারে মহিলা যাত্রীদের উদ্দেশ্যে রেল কর্তার অনুরোধ, লেডিস কোচে পুরুষ যাত্রী দেখলেই ১৩৯ এ ডায়াল করুন। সঙ্গে সঙ্গে পদক্ষেপ করা হবে। একই সঙ্গে পুরুষ যাত্রীদের উদ্দেশ্যে ও রেলের অনুরোধ, এভাবে নিজেদের সামাজিক সম্মান নষ্ট করবেন না।