Date : 9th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
পচা খাবার, অস্বাস্থ্যকর পরিবেশ! শিব সেনা বিধায়কের মারধরের পর লাইসেন্স বাতিল ক্যান্টিনের'মমতার নামে দুর্নীতির মামলা নেই,' দিল্লিতে বৈঠক সেরে সাংবাদিকদের প্রশ্নে বললেন দিলীপহাসিনাকে নিয়ে বিবিসি'র রিপোর্ট অসত্য, বিকৃত, এআই দিয়ে তৈরি, দাবি আওয়ামী লিগেরগুজরাতে সেতু ভেঙে নদীতে পড়ল গাড়ি, মৃত বেড়ে ১১, শোকপ্রকাশ ইউনুসের'২১ জুলাই এখন শহিদ দিবস নয়, হয়ে উঠেছে পিকনিক দিবস,' কটাক্ষ অধীর চৌধুরীর২ বাংলায় কি একই সময় ভোট? বাংলাদেশের প্রধান উপদেষ্টার কথায় জল্পনা, ভালমন্দ নিয়ে চর্চা শুরু এবার ভারতে পরিষেবা দেবে মাস্কের স্টারলিঙ্ক! গ্রামেও মিলবে হাইস্পিড ইন্টারনেটকোচিং নয়, এবার কোর্টের ডাক! কর ফাঁকির অপরাধে কার্লো অ্যান্সেলোত্তিকে হাজতবাসের নির্দেশ ‘স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করলে চুপ থাকব?’, ডাক্তার নিগ্রহের অভিযোগ উঠতেই বিস্ফোরক কাঞ্চনরাজন্যার বিরুদ্ধে সরব বৈশালী, বললেন, ‘উদ্দেশ্যপ্রণোদিত ভাবে দলকে কালিমালিপ্ত করছে’
Dakshineshwar skywalk

দক্ষিণেশ্বরে স্কাইওয়াক ভেঙে দিতে বলেছে রেল, মমতা সাফ জানিয়ে দিলেন প্রশ্নই ওঠে না

স্কাইওয়াক তৈরি করতে রাজ্য সরকারের প্রচুর অর্থ খরচ হয়েছে শুধু নয়, নবান্নর বক্তব্য এতে লক্ষ লক্ষ দর্শনার্থীদের সুবিধা হয়েছে। তাই ভেঙে ফেলার প্রশ্নই নেই।

দক্ষিণেশ্বরে স্কাইওয়াক ভেঙে দিতে বলেছে রেল, মমতা সাফ জানিয়ে দিলেন প্রশ্নই ওঠে না

শেষ আপডেট: 16 January 2024 08:48

দ্য ওয়াল ব্যুরো: ওদিকে যখন রাম মন্দির নির্মাণ নিয়ে ধুমধাম চলছে, তখন এদিকে ভাঙার খবরে নবান্ন আন্দোলিত। সূত্রের দাবি, রেল মন্ত্রক রাজ্য সরকারকে জানিয়েছে, দক্ষিণেশ্বরে স্কাইওয়াক ভেঙে দেওয়া হোক। কারণ, রেলের সম্প্রসারণে জমি দরকার। রেলের সেই প্রস্তাব বিনা বাক্য ব্যায়ে খারিজ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা সাফ জানিয়ে দিয়েছেন, কোনও প্রশ্নই ওঠে না।

দক্ষিণেশ্বরে ভবতারিণী কালী মায়ের মন্দির নিয়ে গোটা বাংলার আবেগ রয়েছে। আগে সংকীর্ণ পথ দিয়ে চলতে অসুবিধা হত দর্শনার্থীদের। সেই কারণেই স্কাইওয়াক তৈরি করেছিল সরকার। সে জন্য রাজ্য সরকারের প্রচুর অর্থ খরচ হয়েছে শুধু নয়, নবান্নর বক্তব্য এতে লক্ষ লক্ষ দর্শনার্থীদের সুবিধা হয়েছে। রাজ্যের গর্বও এই স্কাইওয়াক। তাই ভেঙে ফেলার প্রশ্নই নেই।

সরকারি প্রকল্পের জন্য জনস্বার্থে জমি অধিগ্রহণের ব্যবস্থা রয়েছে আইনে। সরকার চাইলে সাধারণ মানুষের স্বার্থে জমি অধিগ্রহণ করতে পারে। সেক্ষেত্রে বাজারমূল্যে ক্ষতিপূরণ ও পুনর্বাসন দিতে হবে। রেলের প্রকল্প হল কেন্দ্রীয় সরকারের প্রকল্প। এ ধরনের প্রকল্প তৈরি বা সম্প্রসারণের জন্য জমির প্রয়োজন হলে রেল রাজ্য সরকারকেই জানায়। রাজ্য সরকার জমি অধিগ্রহণ করে রেলকে দেয়।

নবান্ন সূত্রে বলা হচ্ছে, রেল মন্ত্রককে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে সম্প্রসারণের জন্য বিকল্প জমির ব্যবস্থা সরকার করার চেষ্টা করবে। কিন্তু তা হলে স্কাইওয়াকে হাত লাগানো যাবে না।

রেলের সঙ্গে নব্য তৈরি বচসা এখানেই থেমে নেই। আলিপুর বডিগার্ড লাইনস এর জমিও চেয়েছে রেল। জোকা মেট্রোর সম্প্রসারণের জন্য ওই জমি চাওয়া হয়েছে। কিন্তু জানা গিয়েছে, রাজ্য সরকার সেখান থেকেও জমি দিতে নারাজ। রাজ্য রেলকে জানিয়েছে যে, আলিপুর বডিগার্ড লাইনসের পাশে প্রতিরক্ষা মন্ত্রকের জমি রয়েছে। রেল প্রতিরক্ষা মন্ত্রকের থেকে জমি চেয়ে নিক। তাতে বরং সুবিধাই হবে রেলের।


ভিডিও স্টোরি