শেষ আপডেট: 23rd September 2023 06:29
দ্য ওয়াল ব্যুরো: শনিবার ভোররাত থেকেই অঝোরে বৃষ্টি হচ্ছে। সকালবেলা খেপে খেপে বৃষ্টি নামছে। নিত্যযাত্রীদের দুর্ভোগের শেষ নেই। তারমধ্যেই পার্কসার্কাস (Park Circus) স্টেশনের কাছে রেললাইনে ফাটল (Rail line Crack) ভোগান্তি আরও বাড়ল। রেললাইনে ফাটলের জেরে দক্ষিণ শাখায় (Sealdah South Division) ট্রেন চলাচল ব্যাহত হয়।
শনিবার সকালে পার্কসার্কাস স্টেশনের কাছে রেললাইনে ফাটল লক্ষ্য করা যায়। সঙ্গে সঙ্গে ট্রেন দাঁড় করিয়ে দেওয়া হয়। দক্ষিণ শাখায় পরপর লোকাল ট্রেন দাঁড়িয়ে পরে। ব্যস্ততম সময়ে এমন বিভ্রাট ঘটায় হয়রানির শিকার হন নিত্যযাত্রীরা।
খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রেল আধিকারিকরা। শুরু হয় মেরামতির কাজ। এই প্রতিবেদন যখন লেখা হচ্ছে সকাল সাড়ে এগারোটা পর্যন্তও ওই শাখায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি।
শিয়ালদহ, পার্কসার্কাস, বালিগঞ্জ স্টেশনে যাত্রীদের ভিড় বাড়ছে। অনেকেই রেলপথ ছেড়ে সড়কপথে বা মেট্রোতে করে অফিস যাওয়ার চেষ্টা করছেন। রেল সূত্রে খবর, তাড়াতাড়ি এই ফাটল ধরা পড়ায়, বড়সড় বিপদ এড়ানো গেছে। যত দ্রুত রেল লাইন মেরামত করে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
আরও পড়ুন: লাইনে গর্ত, দেখেই গায়ের লাল গেঞ্জি উড়িয়ে দৌড় ৮ বছরের ছেলের! কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রক্ষা পেল