শেষ আপডেট: 31st October 2024 18:51
দ্য় ওয়াল ব্যুরো: কালীপুজো উপলক্ষে বৃহস্পতিবার রাতে দক্ষিণেশ্বর-কবি সুভাষ লাইনে মোট আটটি স্পেশাল মেট্রো চালানোর কথা জানিয়েছে রেল। অথচ পরের দিন শুক্রবার ৫২টি মেট্রো বাতিল করা হল।
কী কারণে এতগুলি ট্রেন একসঙ্গে বাতিল করা হল, তা অবশ্য স্পষ্ট নয়। এ ব্যাপারে রেলের তরফে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি।
সাধারণত দমদম থেকে কবি সুভাষ এবং দক্ষিণেশ্বর পর্যন্ত ২৮৮টি মেট্রো যাতায়াত করে। তবে শুক্রবার সেই সংখ্যাটা কমিয়ে ২৩৬টি করা হয়েছে। তবে দিনের প্রথম এবং শেষ মেট্রো ছাড়ার সময় অপরিবর্তিত থাকছে।
অর্থাৎ প্রতিদিনের মতো সকাল ৬:৫০ মিনিটে দমদম থেকে কবি সুভাষ এবং কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর মেট্রো ছাড়বে। একইভাবে সকাল ৬ টা ৫৫ মিনিটে দমদম থেকে দক্ষিণেশ্বর এবং দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ প্রথম মেট্রো ছাড়বে।
অপরিবর্তিত থাকছে শেষ মেট্রোর টাইমও। এমনকী রাতের পরিষেবা হিসেবে ১০:৪০-এ কবি সুভাষ এবং দমদম স্টেশন থেকে ছাড়বে শেষ ট্রেনটি।