শেষ আপডেট: 17th October 2024 18:27
দ্য ওয়াল ব্যুরো: কৃষ্ণনগরে দ্বাদশ শ্রেণির ছাত্রী খুনে ধৃত যুবক রাহুল বসুর বড় পরিচয় ফাঁস করল তৃণমূল।
শাসকদলের দাবি, 'গত এক মাস ধরে এই রাহুল বসুই কৃষ্ণনগরে আরজি কর আন্দোলনের অন্যতম প্রধানমুখ ছিল। প্রতিটি রাত দখলের প্রোগ্রামে উপস্থিত থাকতো এই অভিযুক্ত।'
বৃহস্পতিবার ফেসবুক পোস্টে এই দাবি করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক নীলাঞ্জন দাস। নীলাঞ্জনের দাবি, 'রাহুল একা নয়, রাহুলের মত হাজার হাজার ধর্ষক উই ওয়ান্ট জাস্টিস দাবিতে চিৎকার করে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে ঘুরে বেড়াচ্ছে সব প্রতিবাদ মিছিলে, প্রতিবাদীর মুখোশের আড়ালে।'
বিষয়টি প্রকাশ্যে আসতে কৃষ্ণনগরে তো বটেই রাজ্যজুড়ে শোরগোল তৈরি হয়েছে। তবে এ ব্যাপারে আন্দোলরত চিকিৎসকদের কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।
ফেসবুক পোস্টে তৃণমূল নেতা নীলাঞ্জন দাস অভিযুক্ত রাহুল বসুর পুরনো কিছু পোস্ট এদিন ফেসবুকে পোস্ট করেছেন। লিখেছেন, 'শুধু তাই নয়, লাগাতার সে মুখ্যমন্ত্রীর পদত্যাগ/ মৃত্যু কামনা করেছে, মুখ্যমন্ত্রীর ছবি পোড়ানোর ভিডিও শেয়ার করেছে ও কুরুচিকর মন্তব্য করেছে।'
এও লিখেছেন, 'হয়তো যেই মেয়েটি খুন হলো (তার প্রেমিকা) তার সাথে হয়তো এই আন্দোলনের মিছিলেও হেঁটেছে। হয়তো মিছিলের অছিলায় তার সাথে ঘনিষ্ঠতা।'
প্রসঙ্গত, বুধবার সকালে কৃষ্ণনগর থেকে এক তরুণীর অর্ধনগ্ন, অর্ধদগ্ধ দেহ উদ্ধার হয়। দ্বাদশ শ্রেণির ওই ছাত্রীকে ধর্ষণের পর খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। ইতিমধ্যে মৃত তরুণীর প্রেমিক রাহুল বসুকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ধৃতকে আদালতে তোলা হলে বিচারক সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।