শেষ আপডেট: 30th June 2023 06:56
দ্য ওয়াল ব্যুরো: রাহুল গান্ধী শুক্রবার সকালে মণিপুরের মৈরাঙে গিয়েছেন। সেখানে একাধিক ত্রাণ শিবিরে যাবেন কংগ্রেস নেতা। শুক্রবার তাঁর মেইতেই সম্প্রদায়ের লোকেদের সঙ্গে আলাদা করে কথা বলার কর্মসূচি রয়েছে। বৃহস্পতিবার তিনি মূলত কুকি সম্প্রদায়ের ত্রাণ শিবিরে যান। তাঁদের বক্তব্য শোনেন।
শুক্রবার ইম্ফলে ফিরে তিনি ইউনাইটেড নাগা কাউন্সিল-সহ ১০টি সমমনোভাবাপন্ন দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। কথা বলবেন নাগরিক সমাজের সঙ্গে। শুক্রবারই তাঁর দিল্লি ফিরে যাওয়ার কথা।
এদিকে, রাহুলের সফর নিয়ে বৃহস্পতিবার থেকেই আসরে নেমেছে বিজেপি। ওই দিন জাতি দাঙ্গায় সবচেয়ে আক্রান্ত চূড়াইচাঁদপুর যাওয়ার পথে প্রাক্তন কংগ্রেস সভাপতির কনভয় আটকানো নিয়ে শুক্রবারও কংগ্রেস-বিজেপির তরজা অব্যাহত।
বিজেপির দাবি, রাহুল জোর করে সড়ক পথে যাওয়ার চেষ্টা করেছিলেন প্রশাসনকে বিপাকে ফেলতে। তাঁকে আগেই বলা হয় পথ নিরাপদ নয়। তাঁর উপর হামলা হতে পারে। পুলিশ আটকানোয় রণে ভঙ্গ দিয়ে তিনি পরে কপ্টারে চূড়াইচাঁদপুর যান।
অন্যদিকে, মণিপুর কংগ্রেসের প্রধান কেইশাম মেঘচন্দ্রের বক্তব্য, পুলিশ আসলে রাহুলের সফর ভেস্তে দিতেই কনভয় আটকে দিয়েছিল। কংগ্রেসের বক্তব্য, প্রশাসনের অপ-উদ্দেশ্য বুঝতে পেরেই রাহুল ইম্ফলে ফিরে এসে কপ্টারে চূড়াইচাঁদপুর যান। সফর আটকাতে না পেরে বিজেপি কংগ্রেস নেতাকে আক্রমণ করছে।
বৃহস্পতিবার বিজেপির জাতীয় মুখপাত্র তথা মণিপুরের দায়িত্বপ্রাপ্ত সম্বিত পাত্র প্রাক্তন কংগ্রেস সভাপতিকে দায়িত্বজ্ঞানহীন নেতা বলে আক্রমণ শানিয়ে গিয়েছেন। শুক্রবার সকালে মুখ খোলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাহুল মিডিয়ায় প্রচার পাওয়াতে সফল, তাঁর সফর আর কোনও কাজে আসবে না বলে অসমের মুখ্যমন্ত্রী তীব্র সমালোচনা করেছেন কংগ্রেস নেতার মণিপুর সফর নিয়ে। হিমন্ত বলেন, রাহুল গান্ধীর সফরে মণিপুরে শান্তি ফিরবে না। সেই কাজটা রাজ্য ও কেন্দ্রীয় সরকার করছে। তারাই শান্তি ফেরাবে। এই সময় মণিপুর সফর অর্থহীন। বিশেষ করে তিনি যখন কোনও সমাধান সূত্র দিতে সক্ষম নন।
৬ মাসের এক্সটেনশন পেলেন দ্বিবেদী, মুখ্যসচিবের চেয়ারে তিনিই বহাল থাকছেন