শেষ আপডেট: 25th September 2023 18:10
দ্য ওয়াল ব্যুরো: দিন কয়েক আগেই তাঁকে দেখা গিয়েছিল পুরো দস্তুর কুলির বেশে। সেই লাল পোশাক, মাথায় পাগড়ি। শুধু তাই নয়, কুলিদের সঙ্গে মাথায় ট্রলি তুলে খানিকটা পথ হেঁটেও ছিলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। এভাবেই দেশের সাধারণ মানুষের সঙ্গে বারবার মিশে গেছেন তিনি। ভারত জোড়ো যাত্রা থেকে শুরু। তারপর বারবার তাঁকে নানা ভূমিকায় দেখা গেছে। কখনও সবজি বাজারে গিয়ে খোঁজখবর নিয়েছেন মানুষের, কখনও আবার মোটর মেকানিকের দোকানে যন্ত্রপাতি হাতে গাড়ি সারিয়েছেন কংগ্রেস (Congress) নেতা। এবার সেই রাহুল গান্ধীকে দেখা গেল ট্রেনের জেনারেল কামরায় সওয়ার হতে!
এদিন কোনও এসি বা রিজার্ভেশন কামরায় ওঠেননি রাহুল। একেবারে ভিড়ে ঠাসা জেনারেল কামরায় উঠে পড়েছিলেন তিনি। যাত্রীদের সঙ্গে গল্প করতে করতে গোটা পথ গেছেন রাহুল। শুনেছেন সকলের অভাব অভিযোগের কথা। রাহুলের সঙ্গে ট্রেনে ছিলেন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল-সহ রাজ্য কংগ্রেসের শীর্ষ নেতৃত্বরা।
ছত্তীশগড়ে রাহুলের এই ট্রেন সফরের ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। তেমনই এক ভিডিওতে দেখা গেছে, জেনারেল কামরায় ভিড় ঠেলে এগিয়ে যাচ্ছেন রাহুল। কয়েকটা সিটের সামনে দাঁড়িয়ে কথাও বলছেন যাত্রীদের সঙ্গে। তাঁকে দেখা মাত্রই ট্রেনে যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। অনেকে রাহুলের সঙ্গে সেলফি তোলার আবদার করেন। নির্দ্বিধায় সকলের আবদার মিটিয়েছেন কংগ্রেস সাংসদ।
রাহুল গান্ধীর এই ট্রেন যাত্রার ভিডিয়ো ছত্তীসগঢ় কংগ্রেস নিজেদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে। সেখানে রাহুলকে 'জননায়ক', 'জননেতা' বলা হয়েছে। সেই সঙ্গে এও বলা হয়েছে, একজন জননেতা ও একজন অভিনেতার মধ্যে এটাই ফারাক।
ট্রেনে যে মহিলার সঙ্গে রাহুলকে কথা বলতে দেখা গেছে, তিনি একজন হকি খেলোয়াড়। রাজনন্দগাঁওয়ের বাসিন্দা তিনি। তাঁর সঙ্গে আরও কয়েকজন হকি খেলোয়াড় ছিলেন। তাঁদের সকলের সঙ্গেই আলাপ করেন রাহুল। কংগ্রেস নেতাকে সামনে পেয়ে নিজেদের সুবিধা অসুবিধার কথা জানান তাঁরা।
বিধানসভা নির্বাচন মিটলেই লোকসভা নির্বাচন। পর্যবেক্ষকদের মতে, রাহুল লোকসভা ভোটের আগে ন্যারেটিভ তৈরির চেষ্টা করছেন। বোঝাতে চাইছেন নরেন্দ্র মোদী শিল্পপতিদের বন্ধু। তিনি সাধারণ মানের ঘরের লোক। সাধারণের সঙ্গে মিশে থাকতেই বেশি পছন্দ করেন তিনি।
আরও পড়ুন: চলন্ত ট্রেনে আগুন! এক্সপ্রেস দাঁড়িয়ে গেল প্রান্তিক স্টেশনে