শেষ আপডেট: 5th September 2023 06:51
দ্য ওয়াল ব্যুরো: শিক্ষক দিবস (Teachers Day) উপলক্ষ্যে শিক্ষক সমাজকে শুভেচ্ছা জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। প্রাক্তন কংগ্রেস সভাপতি বলেছেন, সমগ্র দেশবাসীই আমার শিক্ষক। তাঁদের কাছ থেকে অনেক কিছু প্রতিদিন শিখি।
তবে এক্স হ্যান্ডেলে রাহুল শিক্ষক দিবসে তাঁর রাজনৈতিক বিরোধীদেরও শুভেচ্ছা জানিয়েছেন। বলেছেন, ‘আমি এমনকী আমার প্রতিপক্ষকেও আমার শিক্ষক হিসাবে বিবেচনা করি, যাঁরা তাঁদের আচরণ, মিথ্যাচার এবং কথা দিয়ে আমাকে চিনতে শেখান যে আমি যে পথ অনুসরণ করছি তা একেবারে সঠিক এবং যে কোনও মূল্যে সেই রাস্তায় এগিয়ে যেতে হবে।’
রাজনৈতিক মহল মনে করছে, রাহুল বিরোধী বলতে এক্ষেত্রে বিজেপিকেই বোঝাতে চেয়েছেন (political punch)। বিগত কয়েক বছর ধরে বিজেপি দল হিসাবে কংগ্রেসকে যত না আক্রমণ শানিয়েছে তার চেয়ে অনেক বেশি নিশানা করেছে ব্যক্তি রাহুলকে। এমনকী গান্ধী পরিবারকে করা আক্রমণেও রাহুলই বারে বারে নিশানা হয়েছেন পদ্ম শিবিরের। শিক্ষক দিবসে বিরোধীদের শুভেচ্ছা জানিয়ে কংগ্রেস সাংসদ আসলে কৌশলে বিজেপিকেই নিশানা করেছেন, মনে করছে রাজনৈতিক মহল।
আরও পড়ুন: সংসদ অধিবেশন: তৎপর খাড়্গে, ‘ইন্ডিয়া’র সমন্বয় কমিটির বৈঠকেরও তোড়জোড়