শেষ আপডেট: 7th August 2023 16:02
দ্য ওয়াল ব্যুরো: রাহুল গান্ধী (rahul gandhi) কি সোমবারই ফিরতে পারবেন লোকসভায়? সেটা সম্ভব হলে আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব বিতর্কে প্রাক্তন কংগ্রেস সভাপতি অংশ নিতে পারবেন। সবটাই নির্ভর করছে লোকসভার স্পিকারের সিদ্ধান্তের উপর।
এদিকে, স্পিকার ওম বিড়লার কোন সিদ্ধান্তে দল কীভাবে সংসদে কী কৌশল নেবে তা ঠিক করতে কংগ্রেস সাংসদদের বৈঠকে ডেকেছেন দলীয় সভাপতি তথা রাজ্যসভার নেতা মল্লিকার্জুন খাড়্গে।
রাহুলের সাজার উপর গত সপ্তাহে স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট। এর আগে গত ২৩ মার্চ রাহুলকে মোদী পদবিধারীদের মানহানির মামলায় গুজরাতের সুরাতের আদালত দু বছর কারাবাসের সাজা দেওয়ার পরদিনই তাঁর লোকসভার সদস্যপদ কেড়ে নিয়েছিলেন স্পিকার বিড়লা। এমনকী সরকারি বাংলোও ছেড়ে দিতে বলা হয়।
কংগ্রেস দাবি করেছে, যে ক্ষিপ্রতায় স্পিকার রাহুলের সদস্যপদ খারিজ করেছিলেন একই দ্রুততার সঙ্গে তা ফেরানো হোক। কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরী স্পিকারের সঙ্গে আলোচনা করেছেন, চিঠিও দিয়েছেন।
কিন্তু অতীতে সদস্যপদ ফেরানো নিয়ে বিলম্বের অভিযোগ আছে। লাক্ষ্ণাদ্বীপের সাংসদ মহম্মদ ফয়সলকে লোকসভার সদস্যপদ ফিরিয়ে দিয়ে একমাসের বেশি সময় নিয়েছিল লোকসভার সচিবালয়। তিনি বাধ্য হয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। শীর্ষ কোর্ট সেই মামলার রায় দেওয়ার আগেই অবশ্য তাঁর সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়। কংগ্রেসের পরিকল্পনা সোমবারের মধ্যে রাহুলের ব্যাপারে স্পিকার সিদ্ধান্ত না নিলে আদালতে যাবে দল।
সশস্ত্র বাহিনীতে রূপান্তরকামীদের নেওয়ার দাবি বিজেপির সংসদীয় কমিটির, মহিলাদের বিশেষ সুবিধার সুপারিশ