শেষ আপডেট: 8th September 2023 10:16
দ্য ওয়াল ব্যুরো: দেশে যখন ‘ইন্ডিয়া’, ‘ভারত’ নিয়ে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে রাহুল গান্ধী (Rahul Gandhi) তখন বিদেশে। শনি ও রবিবার দিল্লিতে জি-২০ সম্মেলন চলাকালে রাহুল বিদেশেই থাকবেন। তবে দেশের রাজনীতি নিয়ে বিদেশেও সক্রিয় প্রাক্তন কংগ্রেস সভাপতি। শুক্রবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে রাহুল দেশের নাম বিতর্ক নিয়ে মুখ খুলেছেন। তাঁর কথায় ইন্ডিয়া-ভারত প্রসঙ্গ (India-Bharat Controversy) সামনে আনা হয়েছে দেশের জ্বলন্ত সমস্যা থেকে দৃষ্টি ঘোরাতে। আসলে সরকার ভয় পেয়েছে।
দেশের নাম নিয়ে বিতর্ক চলছে গত সপ্তাহ থেকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জি-২০ সম্মেলন উপলক্ষ্যে নৈশ ভোজে আমন্ত্রণ জানিয়েছেন বিদেশি অতিথি এবং মুখ্যমন্ত্রী-সহ বিশিষ্টজনেদের। আমন্ত্রণপত্র গিয়েছে প্রেসিডেন্ট অফ ভারতের নামে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু’দিন আগে ইন্দোনেশিয়ায় আসিয়ান ভুক্ত দেশগুলির সম্মেলনে যোগ দেন ‘প্রাইম মিনিস্টার অফ ভারত’ পরিচয়ে।
রাহুল শুক্রবার বিরোধী জোটের নাম ‘ইন্ডিয়া’ রাখা নিয়েও ব্যাট ধরেন। বলেন এটা দারুণ নাম। আর তাতেই সরকার আক্রমণাত্মক হয়ে উঠেছে। সংবিধানে বলা আছে, ‘ইন্ডিয়া দ্যাট ইজ ভারত’। দেশের দুটি নামই চমৎকার। নাম বদলের ভাবনা অর্থহীন। দৃষ্টি ঘোরানোর চেষ্টা ছাড়া কিছু নয়।
রাহুল ব্রাসেলসে অনাবাসী ভারতীয়দের সঙ্গে শুক্রবার বৈঠক করবেন বলে ঠিক আছে। বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। সেখানে থেকে আরও কয়েকটি দেশে যাওয়ার কথা তাঁর। দেশে ফেরার কথা আগামী মঙ্গলবার।
আরও পড়ুন: বাংলাদেশকে নিয়ে ছায়া যুদ্ধে আমেরিকা বনাম চিন-রাশিয়া, ভারত কোন দিকে