শেষ আপডেট: 24 January 2023 04:06
দ্য ওয়াল ব্যুরো: সার্জিক্যাল স্ট্রাইক (Surgical Strike) নিয়ে প্রবীণ নেতা দিগ্বিজয় সিংয়ের (Digvijaya Singh) কথায় দলের সর্বনাশের আশঙ্কা করছে কংগ্রেস। অন্যদিকে, মেঘ না চাইতে বৃষ্টির মতো দিগ্বিজযয়ের কথায় হাতে নয়া অস্ত্র পেয়ে উল্লসিত বিজেপি। আজ তাই মুখ খুললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। তিনি সাফ জানালেন, দিগ্বিজয় সিংয়ের বক্তব্যের সঙ্গে তিনি কোনওভাবেই একমত নন। সেনার কৃতিত্ব নিয়ে সংশয় প্রকাশের প্রশ্ন ওঠে না।
গতকাল দিগ্বিজয় ২০১৯ এ ভারতীয় সেনার পাক অধিকৃত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইক করে জঙ্গি শিবির গুঁড়িয়ে দেওয়ার ঘটনার সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন। বলেন, ওই ঘটনার পর চার বছর কেটে গিয়েছে। আজ পর্যন্ত নরেন্দ্র মোদীর সরকার ওই অভিযানের কোনও তথ্যপ্রমাণ দাখিল করতে পারল না। আরও বলেন, এইভাবেই দেশবাসীকে বিভ্রান্ত করে চলেছে বিজেপি সরকার।
মুহূর্তে ভাইরাল হয়ে যায় মধ্যপ্রদেশের এই প্রাক্তন মুখ্যমন্ত্রীর কথা। রে রে করে আসরে নেমে পড়ে বিজেপি। তারা দাবি করে, এই হল কংগ্রেসের দেশপ্রেম। তাদের মধ্যে সর্বদা পাকিস্তান বিরাজ করে।
অবস্থা বেগতিক দেখে গতকালই টুইট করে দিগ্বিজয়ের সঙ্গে দলের দূরত্ব তৈরি করেন আর এক প্রবীণ কংগ্রেস নেতা জয়রাম রমেশ। তাঁরা দুজনই গত বছরের ৭ সেপ্টেম্বর তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে শুরু হওয়া রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রায় হাঁটছেন। ৭৫ বছর বয়সি দিগ্বিজয় এই যাত্রার অন্যতম আয়োজক।
মধ্যপ্রদেশের এই প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অতীতেও বিতর্কিত মন্তব্য করে দলকে বিপাকে ফেলার অভিযোগ আছে। এবার সেই পরিস্থিতি তৈরি হয়েছে তাঁর নিজের রাজ্যে। মধ্যপ্রদেশে এ বছর নভেম্বরে বিধানসভার ভোট। গতকাল থেকেই দিগ্বিজয়ের কথাকে ইস্যু করে রাজ্যে কংগ্রেসকে নিশানা করেছেন বিজেপির মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি বলেন, কংগ্রেস পাকিস্তানের কোনও অন্যায় দেখে না।
শিবরাজের পাশাপাশি গোটা মধ্যপ্রদেশ বিজেপি প্রচারে নেমে পড়েছে কংগ্রেসের বিরুদ্ধে। যদিও গতকালই জয়রাম দলের কথা জানিয়ে টুইট করেন। তাতে বলেন, দিগ্বিজয়ের কথা তাঁর ব্যক্তিগত অভিমত। কংগ্রেস ভারতীয় সেনার বীরত্বের জন্য গর্বিত। সার্জিক্যাল স্ট্রাইকের পরই কংগ্রেস সেনাদের সাধুবাদ দিয়েছিল।
কিন্তু তাতে পরিস্থিতি স্বাভাবিক হয়নি, সামাজিক মাধ্যমে নিন্দমন্দে তা স্পষ্ট। দিগ্বিজয় গতকাল শ্রীনগরের অদূরে এক জনসভায় প্রশ্ন তুলেছিলেন সার্জিক্যাল স্ট্রাইকের সত্যতা নিয়ে। ভারত জোড়ো যাত্রা এখন জম্মু-কাশ্মীরে। ৩০ জানুয়ারি শ্রীনগরে শেষ হবে যাত্রা। সেই উপলক্ষ্যে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব শ্রীনগরে থাকবে ওইদিন। তাঁর আগে দিগ্বিজয় বিতর্কে জল ঢালতে চাইছে দল। মঙ্গলবার তাই মুখ খুললেন রাহুলও।