শেষ আপডেট: 12th August 2023 07:58
দ্য ওয়াল ব্যুরো: নিজের সংসদীয় কেন্দ্র ওয়ানাডের পথে শনিবার একটু আগে তামিলনাড়ুর কোয়েম্বাডুর বিমান বন্দরে পৌঁছেছেন রাহুল গান্ধী (rahul gandhi)। সেখান থেকে সড়ক পথে তাঁর ওয়ানাডে যাওয়ার কথা। স্থানীয় বাসস্ট্যান্ড ময়দানে বিকাল ৩’টায় জনসভায় ভাষণ দেবেন। ওয়ানাড কংগ্রেস সেখানে ২৫ হাজার কংগ্রেস কর্মীকে হাজির করার পরিকল্পনা করেছে।
স্বভাবতই তাঁর এই সফর ঘিরে তুমুল উৎসাহ তৈরি হয়েছে কংগ্রেস কর্মীদের মধ্যে। শনিবারের সভা শেষে রাহুল ওয়ানাডেই প্রদেশ কংগ্রেসের কর্মসমিতির বৈঠকে অংশ নেবেন। প্রদেশ কংগ্রেস সভাপতি, বিরোধী দলনেতা, কেরলের সব সাংসদ এবং এআইসিসি-র দুই সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল এবং তারিক আনোয়ার শুক্রবার রাতেই ওয়ানাডে পৌঁছে গিয়েছেন।
এদিকে, রাহুলের ওয়ানাড সফরকে কেন্দ্র করে তেঁতে আছে কেরলের ঘরোয়া রাজনীতি। ধর্ষণ, দুর্নীতি-সহ একাধিক ইস্যুতে সিপিএমের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের পদত্যাগের দাবিতে কেরল কংগ্রেস এখন রাজপথে। বহু কংগ্রেস সমর্থক, স্থানীয় নেতাকে পুলিশ জেলে ঢুকিয়েছে।
অন্যদিকে, সিপিএমও রাজস্থান, ছত্তিশগড়ের নারী নির্যাতনের ঘটনা তুলে ধরে কংগ্রেসের বিরুদ্ধে মুখর। পাল্টা আক্রমণে কংগ্রেস বলছে সিপিএম নিজেদের অপরাধ ঢাকতে বিজেপির মণিপুর কৌশল নিয়েছে। কংগ্রেসের আরও অভিযোগ, সিপিএম ও বিজেপির মধ্যে বোঝাপড়া এখন আর গোপন নেই। প্রধানমন্ত্রী মণিপুর নিয়ে মুখ ঢাকতে ছত্তীশগড়, রাজস্থানের নাম করেছেন, কেরলের নাম মুখে আনেননি। এমনকী লোকসভায় অনাস্থা বিতর্কেও এই প্রথম মোদী সিপিএমকে তেমন একটা নিশানা করেননি। তবে ওয়ানাডে রাহুলের অফিসে সিপিএমের হামলার ঘটনাটি উল্লেখ করে ইন্ডিয়া জোটে দুই দলের উপস্থিতি নিয়ে বিস্তর প্রশ্ন তুলে দিয়েছেন।
এই পরিস্থিতিতে তুমুল জল্পনা শুরু হয়েছে, দু’দিনের ওয়ানাড সফরে রাহুল কি শুধুই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করবেন নাকি কেরল কংগ্রেসের মুখ চেয়ে আক্রমণ শানাবেন সিপিএমের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকেও। যদিও কেরলে লোকসভা ভোটে কংগ্রেসের সঙ্গে সিপিএমের কোনওভাবেই আসন সমঝোতায় যাবে না বলে আগেই জানিয়ে দিয়েছেন দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। তারপরও কংগ্রেস কথা ইন্ডিয়া জোটের অন্যতম মুখ রাহুলের পক্ষে সিপিএমের বিরুদ্ধে পাল্টা মুখ খোলা কতটা সহজ হবে তা নিয়ে জোর জল্পনা চলছে।
কেরলে কংগ্রেস-সিপিএমের সংঘাত নতুন নয়। হালে তা মাথাচাড়া দিয়েছে বিহারের এক পরিযায়ী শ্রমিক নাবালিকাকে ধর্ষণ-খুনের ঘটনায়। ওই ঘটনায় প্রদেশ কংগ্রেস মুখ্যমন্ত্রী পিনারাইয়ের পদত্যাগ দাবি করেছে। সিপিএমের এই বর্ষীয়ান নেতা তথা মুখ্যমন্ত্রীকে কংগ্রেস অনেকদিন ধরেই ‘কেরলের নরেন্দ্র মোদী’ বলে আক্রমণ শানাচ্ছে।
এই পরিস্থিতিতে ২৬টি বিরোধী দলের জোটের অন্যতম মুখ রাহুল তাঁর সংসদীয় কেন্দ্রে গিয়ে কী বলবেন তা নিয়ে সিপিএম এবং কংগ্রেস দুই শিবিরেই তুমুল কৌতূহল তৈরি হয়েছে। কংগ্রেস চাইছে রাহুল ওয়ানাড এবং রাজধানী তিরুবনন্তপুরমে সভা করে সিপিএম সরকারের বিরুদ্ধে কড়া ভাষায় মুখ খুলুন।
সিপিএম নেতৃত্বও তৈরি হয়ে আছে রাহুল মুখ খুললেই কড়া জবাব দিতে।
আবার এ মাসের শেষে মুম্বইতে বসতে চলেছে ‘ইন্ডিয়া জোট’-এর তৃতীয় বৈঠক। তার আগে রাহুল কেরলের সভায় সিপিএমের মুণ্ডপাত করলে বিজেপির সুবিধা হবে সন্দেহ নেই। এমনীতেই বিজেপি ইন্ডিয়া জোটে কংগ্রেসকে একঘরে করার কৌশল নিয়েছে। অনাস্থা বিতর্কে মোদী-সহ বিজেপির সাংসদেরা আঞ্চলিক দলগুলির তুলনায় কংগ্রেসকেই নিশানা করেছেন বেশি।
সুপ্রিম কোর্টের নজরে যোগীর পুলিশের ‘এনকাউন্টার কিলিং’, ১৮৩ ঘটনার তথ্য তলব