শেষ আপডেট: 9th August 2023 08:02
দ্য ওয়াল ব্যুরো: লোকসভায় অনাস্থা বিতর্কে আর পনেরো মিনিট পরই তাঁর বক্তৃতা দেওয়ার কথা। সুপ্রিম কোর্টে স্বস্তি পাওয়ার পর সংসদে প্রত্যাবর্তন হয়েছে রাহুল গান্ধীর (Rahul Gandhi)। তার পর এই প্রথম বক্তৃতা দেবেন তিনি। সে জন্য মনের মধ্যে একটা চাপ থাকারই কথা। কিন্তু সে সবের মধ্যেও রাহুলের রিফ্লেক্স অ্যাকশন অনেকের নজর কাড়ল।
তা দেখেই তাঁর ইনোভা গাড়ি থামিয়ে লাফ দিয়ে নামেন রাহুল। স্কুটার আরোহীকে হাত ধরে তুলে (helps a man) জিজ্ঞেস করেন, আপনার চোট লাগেনি তো!
সেই ঘটনার ছবি আবার টুইট করেছে কংগ্রেস। রাহুলকে জননেতা বলে তুলে ধরার চেষ্টা করেছে সাবেক জাতীয় দল। তবে অনেকের মতে, এই সংবেদনশীলতা মানুষের খুবই স্বাভাবিক প্রবৃত্তি হওয়া উচিত। এটা করার জন্য আলাদা করে কাউকে বাহবা দেওয়ার কিছু নেই। তবে ইদানীং কালে যেভাবে দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে তাঁর গাড়ির নিচে নিরীহ কৃষকদের পিষে চলে যাচ্ছেন, সেই প্রেক্ষিতে এই ঘটনাগুলোও উজ্জ্বল হয়ে যাচ্ছে।
আরও পড়ুন: রাহুল, খাড়্গেকে 'কৃতজ্ঞতা চিঠি' কেজরিওয়ালের, কী লিখেছেন আপ সুপ্রিমো