শেষ আপডেট: 15th July 2023 12:19
দ্য ওয়াল ব্যুরো: গুজরাত আদালতে ধাক্কা খাওয়ার পর এবার সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হচ্ছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। মোদী পদবি অবমাননা মামলায় (Modi Surname) গ্রেফতারি এড়াতে রাহুল শীর্ষ আদালতে গেলেন।
গত ২৩ মার্চ সুরাত আদালত রাহুলকে দোষী সাব্যস্ত করে। সেইসঙ্গে ২ বছর সাজাও শোনায় আদালত। সেই সাজা এড়াতে গুজরাত হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাহুল। গত ৭ জুলাই গুজরাত হাইকোর্ট, রাহুলের আর্জি খারিজ করে দেয়। সেই নির্দেশের ওপর স্থগিতাদেশ চেয়ে শনিবার সুপ্রিম কোর্টে আবেদন জানালেন রাহুলের আইনজীবী।
উল্লেখ্য, ২০১৯ সালে কর্নাটকের ভোটের প্রচারে গিয়ে রাহুল গান্ধী মন্তব্য করেছিলেন, ‘দেখা যাচ্ছে যাঁরাই দুর্নীতি করছেন তাঁদেরই পদবী মোদী। আইপিএলে লুঠ করেছিলেন ললিত মোদী। নীরব মোদী টাকা লুঠ করে পালিয়ে গিয়েছেন। আর যিনি তাঁকে পালিয়ে যেতে সাহায্য করেছেন তিনিও একজন মোদী। দু’জনেই একই রাজ্যের।’
রাহুলের এই মন্তব্যকে হাতিয়ার করে বিজেপির এক সাংসদ সুরাত আদালতে মামলা করেন। তাঁর অভিযোগ ছিল, মোদী পদবীকে রাহুল গান্ধী অপমান করেছেন। চলতি বছরের মার্চ মাসে সেই মামলারই চূড়ান্ত রায় দান করে সুরাতের আদালত। সেদিন সশরীরে সুরাতের আদালতে হাজির ছিলেন রাহুল।
কংগ্রেস নেতা বলেছিলেন, তিনি এই নির্দেশকে চ্যালেঞ্জ করে উচ্চতর আদালতে যাবেন। যেহেতু তিন বছরের কম কারাদণ্ডের সাজা তাই সুরাতের ওই আদালতই রাহুলের জামিন মঞ্জুর করে। তাঁকে নির্দেশ দেয়, জেলযাত্রার এই সাজা আপাতত ৩০ দিনের জন্য স্থগিত করা হল। এই সময়ের মধ্যে রাহুলকে উচ্চতর আদালতে পিটিশন দাখিল করতে হবে। তারপরই গুজরাত হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাহুল। এবার গেলেন সুপ্রিম কোর্টে।
নয়ডায় বন্যার জলে ভেসে যাচ্ছিল কোটি টাকার ষাঁড়, ঝাঁপিয়ে গিয়ে উদ্ধার করল এনডিআরএফ