শেষ আপডেট: 24th September 2023 13:25
দ্য ওয়াল ব্যুরো: রাহুল গান্ধী (Rahul Gandhi) যে খেলাধুলা পছন্দ করেন, তা বারবার উঠে এসেছে কংগ্রেস নেতার নিজের কথাতেই। রবিবার দিল্লিতে রাহুলের এক অনুষ্ঠানে রাজনৈতিক আলোচনার মাঝেই উঠে এল ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo), লিওনেল মেসি (Lionel Messi), বিরাট কোহলিদের প্রসঙ্গ। অনেকেরই জানার ইচ্ছে, রাহুলের পছন্দের তালিকায় কে আছেন রোনাল্ডো না মেসি? বিরাট কোহলি আর রোহিত শর্মার মধ্যে কাকে এগিয়ে রাখবেন রাহুল?
মেসি ও রোনাল্ডোর প্রসঙ্গ আসতেই রাহুল বললেন যে, ক্রিশ্চিয়ানোর দয়ালু মনোভাব তাঁর পছন্দের। কিন্তু যদি ফুটবলার হিসেবে বলা হয় সেখানে মেসিকেই এগিয়ে রাখছেন রাহুল। তাঁর কথায়, 'যদি আমি একটি ফুটবল দল চালাই এবং আমাকে জিজ্ঞেস করা হয় আমি কাকে পছন্দ করব, আমি সম্ভবত মেসির নাম নেব।'
দিল্লির অনুষ্ঠানে রাহুলকে র্যাপিড ফায়ারের মুখে পড়তে হয়। সেখানে একঝাঁক প্রশ্ন ধেয়ে আসে কংগ্রেস সাংসদের দিকে। ভারত না ইন্ডিয়া, কোনটা পছন্দ রাহুলের, জবাবে তিনি বলেন, 'ভারতই হল ইন্ডিয়া।' বিরোধীদের অভিযোগ, দেশের বিরোধী জোটের নাম ইন্ডিয়া হওয়ার পর থেকেই শাসক দল বিজেপির 'ভারত' প্রেম বেশি মাত্রায় দেখা যাচ্ছে। সম্প্রতি অনুষ্ঠিত জি২০ সম্মেলনে নরেন্দ্র মোদীর নামের আগে 'প্রাইম মিনিস্টার অফ ভারত' লেখা দেখা গেছে।
রাহুল ওয়াকআউট করতে পছন্দ করেন নাকি নেটফ্লিক্স দেখতে? রাহুলের সোজাসাপ্টা জবাব, 'ওয়াকআউট'! অর্থাৎ যেকোনও স্ট্রিমিং প্ল্যাটফর্মে কোনও সিরিজ বা সিনেমা দেখার থেকে ওয়াকআউট করতেই বেশি স্বচ্ছন্দ রাহুল। কংগ্রেস নেতার খাবারের তালিকায় তিনি ভারতীয় ও চাইনিজ দুই পদই রাখতে চান।
এই আলোচনায় উঠে এসেছে রাহুলের লুকের প্রসঙ্গও। ভারত জোড়ো যাত্রার সময় রাহুলের গালভর্তি দাড়ির ছবি অনেকেই পছন্দ করেছেন। এখন তাঁর গালে অত দাড়ি না থাকলেও আছে। যদিও রাহুলের নিজের লুক নিয়ে বেশি মাথাব্যথা নেই।
রাহুল যদি রাজনীতিবিদ না হতেন কী হতে পছন্দ করতেন? রাহুলের জবাব, 'যখন আমি আমার ভাগ্নে ও তার বন্ধুদের সঙ্গে কথা বলি, তখন আমি একজন শিক্ষক। যখন রান্নাঘরে থাকি, তখন রাঁধুনি। রাজনীতিবিদ আমার একটা দিক মাত্র। আমাদের সবারই এমন বিভিন্ন দিক আছে।'
আরও পড়ুন: ৫ রাজ্যের ক’টিতে জিতবে কংগ্রেস? রাহুলের তালিকায় নেই হাতে থাকা রাজস্থান