শেষ আপডেট: 6th February 2023 11:35
দ্য ওয়াল ব্যুরো: মুখ খুললেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। আদানি কেলেঙ্কারি (Adani fiasco) নিয়ে তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) বিরুদ্ধে।
কংগ্রেস নেতার দাবি, 'আদানিদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে সংসদে আলোচনা করতে দিতে হবে।' আজ সোমবার নিয়ে টানা তিনদিন সংসদ আদানি ইস্যুতে মুলতুবি হয়ে গিয়েছে। কংগ্রেসের নেতৃত্বে ১৬টি বিরোধী দল আজও সংসদের বাকি কার্যসূচি স্থগিত রেখে আদানিদের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে আলোচনা দাবি করে। বিরোধীদের দাবি, সংসদের যৌথ তদন্ত কমিটি গড়ে আদানিদের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করতে হবে।
আজ রাহুল বলেন, 'আমাদের জানতে হবে আদানি গোষ্ঠীর পিছনে আছেন কোন ক্ষমতাবানেরা। কেন্দ্র ভীত এবং এ নিয়ে আলোচনা চায় না।'
প্রধানমন্ত্রীকে আক্রমণ করে রাহুল বলেন, আদানিজিদের নিয়ে যাতে কোনও আলোচনা না হয় তা নিশ্চিত করতে মোদীজি সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছেন।'
প্রাক্তন কংগ্রেস সভাপতি বলেন, 'জনগণ যাতে সত্যটা জানতে পারে সেজন্য আমি দুই বছর ধরে বিষয়টি তুলে ধরছি। লাখ লাখ কোটি টাকার দুর্নীতি হয়েছে এবং দেশের পরিকাঠামো একজন লোক হাইজ্যাক করেছে।'
কংগ্রেস নেতা অধীর চৌধুরীও আজ বলেছেন, 'রাহুল গান্ধী বহুদিন ধরেই বলে আসছিলেন, মোদী সরকার এক-দু'জন শিল্পপতির স্বার্থে কাজ করছে। আজ প্রমাণ হয়ে গেল আদানিদের পাশে কীভাবে আছে সরকার এবং শাসক দল।
যেন ভূমিকম্পের 'তুর্কি'নাচন! লন্ডভন্ড হয়ে গেল আরও একটি প্রদেশ, ভেঙেচুরে তছনছ তুরস্ক