শেষ আপডেট: 14th August 2024 17:13
দ্য ওয়াল ব্যুরো: কলকাতার আর জি কর হাসপাতালের ডাক্তার-ছাত্রীকে নৃশংসভাবে ধর্ষণ ও খুনের ঘটনায় এবার মুখ খুললেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বুধবার ইন্ডিয়া জোটের শরিক দল কংগ্রেসের নেতা রাহুল যেভাবে এই ঘটনায় পদক্ষেপ হয়েছে তার তীব্র সমালোচনা করেন। তিনি রাজ্যের শিক্ষা ও হাসপাতালগুলিতে নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন এদিন।
कोलकाता में जूनियर डॉक्टर के साथ हुई रेप और मर्डर की वीभत्स घटना से पूरा देश स्तब्ध है। उसके साथ हुए क्रूर और अमानवीय कृत्य की परत दर परत जिस तरह खुल कर सामने आ रही है, उससे डॉक्टर्स कम्युनिटी और महिलाओं के बीच असुरक्षा का माहौल है।
— Rahul Gandhi (@RahulGandhi) August 14, 2024
पीड़िता को न्याय दिलाने की जगह आरोपियों को…
বৃহস্পতিবার রাতে ওই ঘটনার পর এই প্রথম মুখ খুললেন রাহুল। তিনি এক এক্সবার্তায় এরকম একটি নৃশংস ঘটনাকে যেভাবে দেখা হয়েছে তার কড়া সমালোচনা করেন। রাজ্যের চিকিৎসা কেন্দ্রগুলির নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি। রাহুল লিখেছেন, কলকাতায় জুনিয়র ডাক্তারকে ধর্ষণ ও খুনের বিভৎস ঘটনায় পুরো দেশ থমকে গিয়েছে। ওনার সঙ্গে ঘটা নৃশংস ও অভাবনীয় একটির পর একটি কাজের বর্ণনা যেভাবে পরতে পরতে আমাদের সামনে আসছে, যাতে ডাক্তার সমাজ ও মহিলাদের মধ্যে নিরাপত্তার অভাব দেখা দিয়েছে।
নির্যাতিতার প্রতি সুবিচার করার জায়গায় অভিযুক্তকে বাঁচানোর যে চেষ্টা হাসপাতাল ও স্থানীয় প্রশাসন করেছে তাতে গম্ভীর প্রশ্ন উঠে আসছে। এই ঘটনা ভাবিয়ে তুলতে বাধ্য করছে যে, যেখানে মেডিক্যাল কলেজের মতো জায়গায় ডাক্তাররা নিরাপদ নন, সেখানে কী ভরসায় অভিভাবকরা নিজেদের মেয়েকে লেখাপড়া শেখাতে বাইরে পাঠাবেন? নির্ভয়া কাণ্ডের পর কঠোর আইন তৈরি হয়েছিল। তারপরেও এই ধরনের ঘটনা ঠেকাতে কেন ব্যর্থ আমরা, প্রশ্ন তোলেন তিনি।
রাহুল আরও লিখেছেন, হাথরস থেকে উন্নাও কিংবা কলকাতা পর্যন্ত মহিলাদের বিরুদ্ধে লাগাতারভাবে নির্যাতনের ঘটনা বাড়ছে। এই নির্যাতন রুখতে সর্বদলমত নির্বিশেষে গভীর আলোচনা করে উপায় বের করার উপর জোর দেন তিনি। এই অসহনীয় কষ্টে পীড়িতার পরিবারের সঙ্গে আছি আমি, একথা জানিয়ে রাহুল বলেন, যেভাবেই ওনার প্রতি সুবিচার হোক। এবং দোষীদের এমন শাস্তি হোক যাতে সমাজে এক নজির সৃষ্টি হয়ে থাকে।