শেষ আপডেট: 31st August 2023 09:11
দ্য ওয়াল ব্যুরো: রাহুল গান্ধী (Rahul Gandhi) ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বৈঠক (meeting) হয়েছে দিল্লিতে (Delhi)। দু’জনে প্রায় এক ঘণ্টা একান্তে কথা বলেন। জাতীয় রাজনীতির পণ্ডিতেরা এই বৈঠককে খুবই গুরুত্ব দিচ্ছেন। তবে কংগ্রেস ও তৃণমূলের শীর্ষতম নেতৃত্ব বাদে তেমন কেউ একটা এই বৈঠক সম্পর্কে অবহিত নন। রাহুল, অভিষেকরাও বৈঠক নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি। ফলে বৈঠক সম্পর্কে বিজেপির প্রতিক্রিয়া মেলেনি।
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে মুম্বইয়ে বসতে চলেছে ইন্ডিয়া জোটের বৈঠক। শুক্রবারও সেই বৈঠক চলবে। সনিয়া-রাহুল, মমতা-অভিষেকরা দু’দিনই মুম্বইয়ে ওই বৈঠকে হাজির থাকবেন। তার আগে রাহুল ও অভিষেকের বৈঠক বিরোধী শিবিরে অন্য মাত্রা যোগ করেছে।
এর আগে রাহুল-অভিষেক সাক্ষাৎ হলেও একান্তে কথা হয়নি দু’জনের। আসলে কয়েক মাস আগেও রাহুলের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কও তেমন একটা অন্তরঙ্গ ছিল না। তবে রাজীব গান্ধীর সময় থেকেই সনিয়ার সঙ্গে মমতার সম্পর্ক অত্যন্ত ভাল। এবার তাঁদের পরবর্তী প্রজন্মের সঙ্গে রাজনৈতির বোঝাপড়ার রাস্তা খুলল, যা রাজনীতিতে গুরুত্বপূর্ণ অধ্যায়, সন্দেহ নেই।
বুধবার সকালে রাহুল বেঙ্গালুরু যান। সকাল ৯টায় দিল্লি থেকে বেঙ্গালুরুর ফ্লাইট ধরার সময় চিন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে অনেক কথা বলেন। কিন্তু বিমানবন্দরে আসার আগে সাতসকালে অভিষেকের সঙ্গে যে তাঁর বৈঠক হয়, সে কথা জানাননি কংগ্রেস নেতা। এখন সনিয়া গান্ধীর ১০ জনপথের বাংলোয় থাকেন রাহুল। সকাল ৬’টার একটু পরে সেখানেই বৈঠকে বসেন দুই নেতা। বেঙ্গালুরুর বৈঠকের আগে তাঁদের মধ্যে ২০২৪-এর লোকসভা ভোটের কৌশল, আসন সমঝোতা ইত্যাদি নিয়ে কথা হয় বলে সূত্রের খবর।
এই বৈঠকের জন্যই অভিষেক মঙ্গলবার সন্ধ্যার বিমানে দিল্লি চলে গিয়েছিলেন বলে মনে করা হচ্ছে। কলকাতা বিমানবন্দরে তাঁর সঙ্গে ভোটকূশলী প্রশান্ত কিশোরকে দেখা গিয়েছিল। তবে দিল্লির বৈঠকে প্রশান্ত ছিলেন কিনা জানা যায়নি।
রাহুল ও অভিষেকের মধ্যে একান্ত বৈঠক দূরে থাক, দু’জনের মধ্যে সংসদেও তেমন সখ্য দেখা যায়নি। বলা চলে তাঁরা একে অপরকে এড়িয়ে চলতেন। বছর দুই আগে অভিষেককে ইডির জেরার পর তিনি কংগ্রেসের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। বলেছিলেন, কেন্দ্রীয় এজেন্সির ভয়ে কংগ্রেস চুপ করে আছে।
তবে পরিস্থিতি বদলাতে থাকে রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের ঘটনাকে কেন্দ্র করে। মমতা ও অভিষেক কড়া প্রতিক্রিয়া দিয়ে কংগ্রেস নেতার পাশে দাঁড়িয়েছিলেন। তার আগে থেকে সংসদে বিরোধী জোটে শামিল হতে দেখা যায় তৃণমূলকে। কংগ্রেসের সঙ্গে যৌথভাবেই সংসদে শাসক শিবিরকে আক্রমণ শানায় তারা। বিরোধী জোটের ‘ইন্ডিয়া’ নামকরণও মমতা-রাহুল যৌথভাবে নিয়েছে। এখন দেখার রাহুল-অভিষেক বৈঠক নিয়ে বিজেপি কী বলে।
ইন্ডিয়া জোটের মুখ সনিয়া, নাকি খাড়্গে নীতীশ-কে আহ্বায়ক পদে চায় জেডিইউ