শেষ আপডেট: 16th December 2020 18:30
দ্য ওয়াল ব্যুরো: লাদাখের পাহাড়ে যুদ্ধ করার জন্য তৈরি করা হচ্ছে ফরাসি রাফাল ফাইটার জেটকে। দেশীয় প্রযুক্তিতে শান দেওয়া হচ্ছে রাফালের স্কাল্প ও মেটিওর মিসাইলকে। স্কাল্প এয়ার-লঞ্চড সাবসনিক মিসাইল তৈরি করেছে চিন ও পাকিস্তানও। তবে ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের প্রযুক্তিতে এই মিসাইলের পাল্লা আরও বাড়িয়ে নেওয়া হয়েছে। যে কোনও উচ্চতায় এবড়ো খেবড়ো পাহাড়ি খাঁজে নিক্ষেপ করা যাবে এই মিসাইল।
পাঁচ ফরাসি রাফালকে লাদাখ সীমান্তে পাঠানোর তোড়জোড় চলছে। তার মধ্যেই আজ আরও তিন রাফাল ফাইটার জেট এসে পৌঁছেছে ভারতে। পরের ইউনিট আসবে আগামী বছর প্রজাতন্ত্র দিবসে। বায়ুসেনা জানিয়েছে, ফ্রান্স থেকে দুই মিসাইল যুক্ত হয়েই এসেছিল রাফাল। তবে ভারতীয় প্রযুক্তিতে সেই মিসাইলের শক্তি আরও বাড়িয়ে নেওয়া হয়েছে। লাদাখের পাহাড়ে চিনের সেনার ক্ষেপাস্ত্রের মুখোমুখি হতে পারবে শক্তিশালী স্কাল্প মিসাইল।
ডবল ইঞ্জিন মল্টিরোল কমব্যাট ফাইটার এয়ারক্রাফ্ট রাফাল আকাশ থেকে ভূমিতে ও সমুদ্রেও নির্ভুল নিশানা লাগাতে পারে। অনেক উঁচু থেকে হামলা চালানো, যুদ্ধজাহাজ ধ্বংস করা, মিসাইল নিক্ষেপ এমনকি পরমাণু হামলা চালানোর ক্ষমতাও রয়েছে রাফালের। রাফালকে আরও শক্তিশালী করেছে এর মেটিওর ও স্ক্যাল্প মিসাইল। মেটিওর ও স্কাল্প মিসাইল বানিয়ছে ইউরোপিয়ান অস্ত্র নির্মাতা সংস্থা এমবিডিএ। মেটিওর হল বিয়ন্ড ভিসুয়াল রেঞ্জ (বিভিআর) এয়ার-টু-এয়ার মিসাইল। ওজন ১৯০ কিলোগ্রাম। প্রায় ১৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতেও নিখুঁত টার্গেট করতে পারে।
স্কাল্প হল লো-অবজার্ভর ক্রুজ মিসাইল। দৈর্ঘ্যে ৫.১ মিটার এবং ওজন প্রায় ১৩০০ কিলোগ্রাম। ৬০০ কিলোমিটার পাল্লা অবধি লক্ষ্যে টার্গেট করতে পারে এই মিসাইল। আকাশ থেকে ভূমিতে ছোড়া যায় এই মিসাইল। আগে ২০০০ মিটার উচ্চতা অবধি নিশানা করতে পারত স্কাল্প। তবে এখন ৪০০০ মিটার উচ্চতায় যে কোনও টার্গেটে নিক্ষেপ করা যাবে এই মিসাইল। বায়ুসেনা জানিয়েছে, ৪৫০ কিলোগ্রাম ওজনের ওয়ারহেড রয়েছে স্কাল্পের।
রাফাল থেকে ১০০-১৩০ ফুট নিচে কোনও বাধা ছাড়াই নেমে আসবে এই মিসাইল। উঁচু থেকে শত্রুপক্ষের সামরিক ঘাঁটিতে টার্গেট স্থির করা যাবে। দরকার হলে ৬০০০ মিটার উচ্চতা অবধি উঠে তারপর বিদ্যুতের গতিতে নেমে এসে লক্ষ্যবস্ততে আঘাত করতে পারবে স্কাল্প।
লাদাখ সীমান্ত ছাড়াও ভারত-পাক সীমান্তেও রাফাল ওড়ানোর কথা ভাবছে বায়ুসেনা। সীমান্তের কাছে অস্ত্রশস্ত্র মোতায়েন করে সংঘর্ষবিরতি ভেঙে চলেছে পাক সেনারা। কিছুদিন আগেই মিসাইল ছুঁড়ে পাক বাহিনীর একাধিক লঞ্চপ্যাড গুঁড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনাবাহিনী। রকেট হামলা চালানো হয়েছিল তাদের সামরিক ঘাঁটিগুলিতে। বায়ুসেনা জানাচ্ছে, আগামী দিনে স্কাল্পের মতো দূরপাল্লার শক্তিশালী মিসাইল নিয়ন্ত্রণরেখায় দরকার পড়তেও পাড়ে। চিন ও পাক সীমান্তে সবরকমভাবে শক্তি বাড়িয়ে রাখছে ভারতীয় বাহিনী।