শেষ আপডেট: 10th July 2023 14:06
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় নৌবাহিনী আরও শক্তিশালী হতে চলেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পর এবার ফ্রান্সের সঙ্গে সমরাস্ত্রের সম্পর্ক মজবুত করছে ভারত। আবারও ফ্রান্সের থেকে রাফাল যুদ্ধবিমান (Rafale Fighter jet) কিনছে মোদী সরকার। এবার ২৬টি যুদ্ধবিমান কেনার কথা। সেইসঙ্গে তিনটি সাবমেরিনও কিনতে চায় ভারত। সবকিছু ঠিক থাকলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) আসন্ন ফ্রান্স সফরেই চুক্তি সই হতে পারে দুই দেশের মধ্যে।
দিন কয়েক আগেই খবর মিলেছিল, ফ্রান্স ভারতের মাটিতেই ভারতের সঙ্গে যৌথভাবে যুদ্ধবিমান তৈরি করতে চায়। সংবাদমাধ্যম সূত্রে খরব, ফরাসি সংস্থা 'স্যাফরান'-কে সবুজ সংকেত দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ।
ভারতেই যুদ্ধবিমান তৈরি করতে চায় তারা। এই যুদ্ধবিমানের ইঞ্জিনটি তৈরি হবে এখানেই। তারজন্য যা প্রযুক্তির প্রয়োজন তা সাপ্লাই করবে স্যাফরান নামে এক ফরাসি সংস্থা। অ্যাডভান্সড মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফ্ট-এ এই ইঞ্জিন ব্যবহার করা হবে।
আগামী ১৪ জুলাই বাস্তিল দিবস। সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ পেয়েছেন মোদী। শোনা যাচ্ছে, আগামী ১৩ জুলাই দু'দিনের সফরে ফ্রান্স উড়ে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী। সেদিন ফ্রান্স প্রেসিডেন্টের সঙ্গে প্যারিসে একটি দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা। সেই বৈঠকেই এই বিষয়ে আলোচনা হতে পারে বলে খবর।
বিদেশমন্ত্রক সূত্রে খবর, আগামী বৃহস্পতিবারই বাহিনীর তিন প্রধানের সঙ্গে বৈঠক বসতে চলেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিন বাহিনীর প্রধানরা ছাড়াও বৈঠকে উপস্থিত থাকবেন প্রতিরক্ষা মন্ত্রকের আধিকারিকরা। যদি সব ঠিক থাকে সেই বৈঠকেই এই যুদ্ধবিমান ও সাবমেরিন কেনার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যেতে পারে।
কলকাতায় জাল ওষুধ, ড্রাগস কন্ট্রোলের অভিযানে বাজেয়াপ্ত ২ কোটি টাকার ‘বিষ’