শেষ আপডেট: 20th December 2021 12:11
দ্য ওয়াল ব্যুরো: সময়টা ভাল যাচ্ছে না রাফায়েল নাদালের। সম্প্রতি তিনি চোট কাটিয়ে ফিরেছিলেন। খেলতে গিয়েছিলেন আবুধাবিতে এক টুর্নামেন্টে। কিন্তু স্পেনে ফেরার পরে জানা যায়, নাদাল কোভিডে আক্রান্ত হয়েছেন। সেই খবর নিজেই টুইট করে জানান স্প্যানিশ টেনিস সম্রাট। গত মরসুমে চোটের কারণে নাদাল বেশিরভাগ সময় কোর্টের বাইরে ছিলেন। এ বছরটা ভাবা গিয়েছিল, সম্পূর্ণ সুস্থ হয়ে টেনিস কোর্টে ফিরতে পারেন। কিন্তু করোনা আক্রান্ত হওয়ার কারণে অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে পারবেন না, নিশ্চিত হয়ে গেল। কারণ সামনের সপ্তাহ থেকেই শুরু হবে অস্ট্রেলিয়ান ওপেনের আসর। ফরাসি ওপেনে সেমিফাইনালে হারের পর পুরনো পায়ের চোটের জেরে উইম্বলডনের পাশাপাশি পাশাপাশি সরে যেতে হয়েছে অলিম্পিক্স এবং যুক্তরাষ্ট্রে ওপেন থেকেও। দুঃস্বপ্নের মতো বছরের শেষটাও খারাপ ভাবেই হচ্ছে বিশ্বের প্রাক্তন এক নম্বর টেনিস তারকার। অগস্টের পর প্রথমবার সদ্য আবু ধাবিতে মুবাদালা বিশ্ব টেনিস চ্যাম্পিয়নশিপে কোর্টে ফিরেছিলেন নাদাল। সেই টুর্নামেন্ট জিততে না পারলেও অস্ট্রেলিয়ান ওপেনের আগে গুরত্বপূর্ণ অনুশীলন হয়েছিল কিছুটা। তবে তাতেই বিপত্তি। মরুশহর থেকে দেশে ফিরেই করোনার কবলে নাদাল। নিজেই সোশ্যাল মিডিয়ায় নাদাল জানিয়েছেন আবু ধাবি থেকে স্পেনে ফেরার পর পিসিআর টেস্টে তাঁর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। নাদাল লেখেন, ‘‘আমি সকলকে জানাতে চাই যে, আবু ধাবিতে টুর্নামেন্ট খেলে দেশের ফেরার পর স্পেনে করা পিসিআর টেস্টে আমার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।‘‘ এই ঘটনার আগে কুয়েত এং আবু ধাবুতি প্রতিবার টেস্টে নাদালের রিপোর্ট নেগেটিভই আসে। নিজের পোস্টেই তিনি লেখেন, ‘‘বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমায় গোটা ক্যালেন্ডারটা নিয়েই ভাবনাচিন্তা করতে হবে। আমি নিজের শারীরিক উন্নতির ওপর নির্ভর করেই গোটা বিষটা বিশ্লেষণ করব। আমি ভবিষ্যতে কোন কোন টুর্নামেন্টে অংশগ্রহণ করব, সেই বিষয়ে আমি আপনাদের পরে জানাব।’’