Date : 14th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
মেয়ের আকাশ ছোঁয়ার স্বপ্ন অধরাই, বিমান দুর্ঘটনায় অথৈ জলে গুজরাতের শ্রমজীবী পরিবারবিবাহিত মানেই বঞ্চিত? রাজ্য সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তুলল হাইকোর্ট, কোন মামলাSeat 11A: দু’টি ভয়াবহ বিমান দুর্ঘটনা, দুই বেঁচে ফেরায় অদ্ভুত মিল! নেপথ্যে সেই ‘মিরাকল সিট’বাজারে গিয়ে আক্রান্ত মন্ত্রী জ্যোৎস্না মান্ডির স্বামী, তুমুল উত্তেজনা খাতড়ায়সুশান্তের মৃত্যুতে এখনও অধরা কারণ! পাঁচ বছর পর আদালতে জমা হল রিপোর্ট, জানালেন বোন শ্বেতামহেশতলায় ক্ষতিগ্রস্ত দোকান ও পরিবারগুলিকে সব ধরনের সাহায্যের নির্দেশ সাংসদ অভিষেকেরWTC ফাইনাল: ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আয়োজনের আশা কি ভেস্তে যাবে?নতুন রূপে পর্দায় আসছে 'শক্তিমান', তবে রণবীর নন, দেখা যাবে এই দক্ষিণী সুপারস্টারকে!বিমান দুর্ঘটনার কথা আগেই জানান জ্যোতিষী? টুইট ঘিরে শুরু বিতর্ক, 'মানবিক' হতে বলল নেটপাড়াAhmedabad Plane Crash: জীবনযুদ্ধের মাঝপথেই ছাড়তে হল ময়দান, অসমাপ্ত ক্রু সদস্যদের কাহিনিও
Calcutta High Court

বিচারব্যবস্থায় আমূল পরিবর্তন দরকার, হাইকোর্টের অনুষ্ঠানে সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি

শুক্রবার কলকাতা হাইকোর্টের বার লাইব্রেরি ক্লাবের ২০০ বছরের উদযাপন অনুষ্ঠানে এসে একথা বললেন সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়।

বিচারব্যবস্থায় আমূল পরিবর্তন দরকার, হাইকোর্টের অনুষ্ঠানে সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি

কলকাতা হাইকোর্টের অনুষ্ঠানে সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়।

শেষ আপডেট: 28 June 2024 21:30

দ্য ওয়াল ব্যুরো: মানুষের আস্থা বাড়াতে বিচার ব্যবস্থায় আমূল পরিবর্তনের দরকার রয়েছে। শুক্রবার কলকাতা হাইকোর্টের বার লাইব্রেরি ক্লাবের ২০০ বছরের উদযাপন অনুষ্ঠানে এসে একথা বললেন সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়।

সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতির কথায়, "নিম্ন আদালতে বিচারের জন্য মানুষের আস্থা বাড়াতে হবে।" এবং এক্ষেত্রে আইনজীবীদের আরও দক্ষ ভূমিকা পালনের আর্জি জানান তিনি।


এই প্রসঙ্গে অক্ষয় কুমার অভিনীত জলি এল এল বি সিনেমার প্রসঙ্গ টেনে প্রধান বিচারপতি বলেন, "জলি এল এল বি একটি সিনেমা হতে পারে। কিন্তু তার আইনজীবীরা নিজেদের প্রচেষ্টা থেকেই সত্যটা সমাজের কাছে তুলে ধরে ছিল। আইনজীবীদের মধ্যে ওই খিদেটাই একজন মানুষকে সুবিচার পাইয়ে দিতে অনেক সাহায্য করবে।।"

কীভাবে ভাল আইনজীবী হয়ে উঠবেন, সেই পরামর্শও দিয়েছেন চন্দ্রচূড়। প্রধান বিচারপতির কথায়, "আদালতে একজন নবীন আইনজীবীকে যেমন তাঁদের সিনিয়রদের প্রতি শ্রদ্ধা ও সম্মান রাখতে হবে, তেমনি একজন সিনিয়রকেও যথাযথ ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। তবেই তো একজন ভাল আইনজীবী হয়ে উঠতে পারবেন।"

প্রধান বিচারপতি বলেন, তরুণ তরুণীদের বেশি বেশি বিচার প্রক্রিয়ার প্রতি আগ্রহ বাড়াতে হবে। এই পেশায় নিয়ে আস্তে হবে। বাংলা-সহ এখন বিভিন্ন ভাষাতেও সুপ্রিম কোর্টে রায় দেওয়ার কথাও জানান প্রধান বিচারপতি।

কলকাতা হাইকোর্টের ইতিহাস তুলে ধরে চন্দ্রচূড় বলেন, " আলিপুর বোমা বিস্ফোরণ মামলায় কলকাতা হাইকোর্টে শুনানি হয়েছিল ঋষি অরবিন্দ ঘোষ, চিত্তরঞ্জন দাশদের। এমন বহু ইতিহাস জড়িয়ে রয়েছে কলকাতা হাইকোর্টের সঙ্গে। যা অবশ্যই নবীনদের আকর্ষন বাড়বে।"

প্রধান বিচারপতি এও মনে করিয়েছেন, আইনি পেশায় মহিলাদের আগ্রহ আগের চেয়ে অনেক বেড়েছে, যা অবশ্যই বিচার ব্যস্থার পক্ষে খুব ভাল লক্ষণ।


ভিডিও স্টোরি