রচনা বন্দ্যোপাধ্যায়।
শেষ আপডেট: 24 December 2024 07:33
দ্য ওয়াল ব্যুরো: ব্যান্ডেল পর্যন্ত মেট্রো চালানোর দাবি জানিয়ে ইতিমধ্যে সোশ্যাল মাধ্যমে ট্রোল অভিনেত্রী তথা হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। এহেন আবহেই এবার রাজ্যের সরকারি হাসপাতালের দুর্দশা নিয়ে মুখ খুলে ফের বিতর্কে দিদিনম্বর ওয়ানের জনপ্রিয় অভিনেত্রী-সাংসদ।
এ ব্যাপারে সমস্যার সমাধানে তিনি স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন বলেও জানিয়েছেন রচনা। বিষয়টি ইতিমধ্যে লুফে নিয়েছে বিরোধীরা। যার জেরে রচনা যেমন আবার বিতর্কে তেমনই বিড়ম্বনায় শাসকদল।
ঠিক কী বলেছেন হুগলির তৃণমূল সাংসদ? রচনার কথায়, "বড় বড় হাসপাতালগুলো আমরা তৈরি করছি। কিন্তু পরিষেবাই যদি দিতে না পারি, তাহলে লাভ কী?"
কেন একথা বলছেন, তার ব্যাখ্যাও দিয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদের কথায়, "গ্রামের হাসপাতালে চিকিৎসকের একটা সমস্যা আছে। তাই ভাল ডাক্তারদের গ্রামে আনার ব্যবস্থা করতে হবে। সকলেই যদি বলে শহরের হাসপাতালে চিকিৎসা করবেন, তাহলে গ্রামের হাসপাতালগুলির কী হবে?"
বস্তুত, রচনা এদিন যা বলেছেন, রাজ্যের গ্রামীণ হাসপাতালগুলিতে গেলে রোগী ও পরিজনদের মুখেও সেই একই কথা শোনা যায়। অনেক সময়ই শোনা যায়, নাম কা ওয়াস্তে বড় বড় হাসপাতাল তৈরি করা হয়েছে, কিন্তু কোথাও চিকিৎসক নেই তো কোথাও পরিকাঠামো গত সমস্যা। এবার সেই একই কথা বলে তৃণমূল সাংসদ বুঝিয়ে দিয়েছেন, রাজ্যের গ্রামীণ এলাকায় সরকারি স্বাস্থ্যের হাল খুবই খারাপ। যা নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে।